আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
24 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (5 points)
আমার হিদায়াত আসার আগের সময়ে করা এনআইডি,সেখানে বেপর্দা ছবি(শালীন,কিন্তু মুখ-গলা-মাথা-চুল-ঘাড়-কান সব খোলা)।
এখন ছবি পরিবর্তন করার অনেক ঝামেলা যেটা হাজবেন্ড ছাড়া পারছিনা এসব কাজ বুঝিনা বলে।উনি অনেক ব্যস্ত থাকায় পারছিনা।তবুও,করলেও,আবার নতুন করে মুখ-কান খুলে দেখাতে হবে, এটা জায়েজ হবে কীনা সেটাও বুঝতে পারছিনা।


(১) আগেরটা ব্যবহার করতে হচ্ছে এখন ভাড়াটিয়া হিসেবে,বাড়িওয়ালা নিয়ম করার কারণে।এটা বাড়িওয়ালারা না শুধু,এলাকার অফিসে জমা থাকায় অগণিত মানুষের হাতে যাবে।সাথে এক কপি ছবিও চাচ্ছে(শুধু মুখ দেখা যাচ্ছে,কান-গলা ঢাকা এমন ছবি আছে)।

এই বেপর্দা এনআইডি কী ব্যবহার করলে গুনাহ হবে?

নাকি (২) নতুন করে ছবি তুলতে যেয়ে পর্দার ব্যাঘাত হলে তা বেশি গুনাহের? যদিও সেটা দ্রুত করা যাচ্ছেনা,সময়সাপেক্ষ।
(৩) জন্ম তারিখ ছোটবেলায় স্কুলে জোরপূর্বক বদলে দিয়েছিলো টিচার, ২বছর কমিয়ে।আমার পরিবারের ইচ্ছায় না।সেটাই এখন বয়ে বেড়াতে হচ্ছে নিরুপায় হয়ে।সব সার্টিফিকেট ও এনআইডিতে এটা চলে যাওয়ায়।

এতে কী আমার গুনাহ হবে?

1 Answer

0 votes
by (618,960 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ ۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ أَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে। হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা! এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ, হে আমাদের প্রভূ! এবং আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিও না, যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন কর। আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর। তুমিই আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কে সাহায্যে কর।(সূরা বাকারা-২৮৬)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) জরুরতের দরুণ এন আইডি কার্ড পাসপোর্ট ও বিভিন্ন জরুরী কাজের নিমিত্তে ছবি তুলা জায়েয বলে ফুকাহায়ে কেরাম রুখসত বা অনুমোদন দিয়ে থাকেন। তবে অবশ্যই ফটো যথাসম্ভব দ্বীনি ভঙ্গিমায় হতে হবে এবং শালীনতাকে রক্ষা করতে হবে। যেহেতু হেদায়েতের পূর্বে ছবি তুলা হয়েছে, হয়তো দ্বীনি ভঙ্গিমায় ছিলনা, তাই যথাসম্ভব ছবি পরিবর্তন করার চেষ্টা করতে হবে। যতদিন না পরিবর্তন করা যাচ্ছে, এর পূর্ব পর্যন্ত বর্তমান ছবিকে ব্যবহার করা যাবে। 
(২) যেহেতু স্কুল কর্তৃপক্ষ জোরপূর্বক জন্মতারিখটি পরিবর্তন করেছে, তাই এর দায়ভার আপনার উপর আসবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...