আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
36 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (5 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

হায়েজ অবস্থায় স্ত্রীর সহবাস করলে তাওবা করতে হয় এবং নির্দিষ্ট পরিমাণ অর্থ সাদকা করতে হয়।আমি নতুন বিবাহিত আমি আপনাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীর।আমি হায়েজ এর মাসায়েল জানি। কিন্তু আমি নির্দিষ্ট সময় পর পর বাড়িতে যায় ফাঁকে পড়ালেখা ও কাজের জন্য থাকি। নতুন বিবাহিত ও ফাঁকে থেকে যাওয়ার ফলে হয় আমার না হয় স্ত্রীর ভুলের কারণে হায়েজ অবস্থায় সহবাস হয়ে যায়।

আমি এই ভুল থেকে তাওবা করি। কিন্তু পুনরায় কয়েকবার এই ভুল হয়ে যায়। আবার ও তাওবা করি। কিন্তু আমার সামর্থ্য না থাকার কারণে আমি অর্থ সাদকা করতে পারি নাই।এটা নাকি আবার কবিরা গুনাহ।

ওস্তাদ এর কাছে জানতে চাচ্ছিলাম।

১.পিল খাওয়ার একটা নিয়ম আছে। অর্থাৎ হায়েজ শুরু হ‌ওয়ার ১ থেকে ৫ তম দিনের মধ্যে শুরু করতে হয়। কিন্তু পিল খাওয়া শুরু করলে নির্দিষ্ট সময়ের আগেই রক্ত আসা বন্ধ হয়ে যায়।যা স্বাভাবিক হায়েজ এর থেকে কম।যেমন আগের মাসে ৭ দিন হায়েজ ছিল কিন্তু পিল খাওয়ার দরুন ৩ দিনেই হায়েজ বন্ধ হয়ে গেছে।এখন কি আমি আরো ৭ দিন অপেক্ষা করে ছলাত কন্টিনিউ করবো নাকি রক্ত বন্ধ হ‌ওয়ার শেষ হলেই ছলাত পড়বো। এবং ৭ দিন পরে ইন্টারকোর্স করবো নাকি ৩ দিন পর বন্ধ হয়ে গেলেই।

২.আমি কিভাবে হায়েজ অবস্থায় স্ত্রীর সহবাস থেকে বিরত থাকতে পারি।এই বিষয়ে কিছু পরামর্শ এবং হায়েজ অবস্থায় কিভাবে স্ত্রী মেলামেশা করবো। এক্ষেত্রে সীমানা কতটুকু?

৩.আমি আন্তরিক ভাবে তাওবা করেছি এখন কথা হচ্ছে আর্থিক সমস্যার কারণে যে সাদকা করতে পারি নাই এটা কি আমার অবশ্যই দিতে হবে নাকি না দিলেও হবে?আর এই কবিরা গুনাহ থেকে কিভাবে আমি মাফ পাবো?

1 Answer

0 votes
by (619,740 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
"عن ابن عباس، عن النبي صلى الله عليه وسلم في الذي يأتي امرأته وهي حائض، قال: يتصدق بدينار أو بنصف دينار ."
(كتاب الطهارة، باب كفارة من أتى حائضاً، رقم الحديث:640، ج:1، ص:120، ط:دار إحياء الكتب العربية)
হায়েয অবস্থায় সহবাস করা কবিরা গোনাহ। এর জন্য স্বামী স্ত্রী উভয়কেই তাওবাহ ইস্তেগফার করতে হবে। মুস্তাহাব হল, এক দিনার তথা ৪.৩৭৪গ্রাম স্বর্ণ বা তার, অর্ধেক সদকাহ করা। স্বামী স্ত্রী উভয় সামর্থবান হলে, উভয়কেই এই সদকাহ করা মুস্তাহাব। সামর্থ্য না থাকলে তখন মুস্তাহাব হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/94024

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
হায়েয অবস্থায় সহবাস করা কবিরা গোনাহ। এর জন্য অবশ্যই তাওবাহ করতে হবে।

(২) পিল খাওয়ার পর যদি ৭ দিনের জায়গায় ৩/৪ দিনের মাথায় হায়েয বন্ধ হয়ে যায়, তাহলে এই ৩/৪ দিন পরবর্তী সময়কে হায়েয হিসেবে গণনা করা যাবে না।

(৩)  এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1419

(৪) হায়েয অবস্থায় স্ত্রী থেকে দূরে থাকবেন। পাশেই যাবেন না। অথবা রোযা রেখে দিবেন। আখেরাতের ভয় করবেন। তাছাড়া হায়েয অবস্থার সহবাস শারিরিক ক্ষতির কারণ এমনকি তখন সন্তান বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/6853

(৫) সদকাহ করা মুস্তাহাব যদি সামর্থ্য থাকে, সামর্থ্য না থাকলে শুধু তাওবাহ করলেই হবে। তখন সদকাহ করা ওয়াজিব হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...