আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
34 views
in সুন্নাহ-বিদ'আহ (Sunnah and Bid'ah) by (27 points)
আচ্ছালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন । শ্রদ্ধ্যেয় ওস্তাদের কাছে আমার ২ টা প্রশ্ন হচ্ছে,

১. রাসূল (সাঃ) বলেছেন তোমার ঈমানকে খাঁটি করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। এই হাদিসের যদি একটু ব্যাখ্যা দিতেন হযরত।
২. আমি স্বপ্নে দুইটি সুন্দর সাদা গরু দেখেছি। তারা একটা এলাকার মধ্যে দিয়ে হাঁটছে। কিন্তু জানিনা আমি সহ অনেকেই তাদের থেকে পালিয়ে চলেছি। গরু দুইটা এত সুন্দর যে শরীরে কোনো ময়লার চিনহ পর্যন্ত নেই। আর চোখ দুইটা আরও সুন্দর।
আল্লাহ্‌ আপনাকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, নেক হায়াত দান করুন। আমি গোলামের জন্য হযরতের কাছে দোয়া চাই। আচ্ছালামু আলাইকুম।

1 Answer

0 votes
by (622,350 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
আল্লাহ তা'আলা বলেন,
إِلَّا الَّذِينَ تَابُوا وَأَصْلَحُوا وَاعْتَصَمُوا بِاللَّهِ وَأَخْلَصُوا دِينَهُمْ لِلَّهِ فَأُولَـٰئِكَ مَعَ الْمُؤْمِنِينَ ۖ وَسَوْفَ يُؤْتِ اللَّهُ الْمُؤْمِنِينَ أَجْرًا عَظِيمًا
অবশ্য যারা তওবা করে নিয়েছে, নিজেদের অবস্থার সংস্কার করেছে এবং আল্লাহর পথকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরে আল্লাহর ফরমাবরদার হয়েছে, তারা থাকবে মুসলমানদেরই সাথে। বস্তুতঃ আল্লাহ শীঘ্রই ঈমানদারগণকে মহাপূণ্য দান করবেন।( সূরা নিসা-১৪৬)


হযরত মুআয রাযি থেকে বর্ণিত,
عن معاذ بن جبل ، رضي الله عنه أنه قال لرسول الله صلى الله عليه وآله وسلم حين بعثه إلى اليمن : يا رسول الله أوصني ، قال : " أخلص دينك يكفك العمل القليل " . " 
المستدرك للحاكم (7844)
যখন মু'আয রাযিকে ইয়ামন প্রেরণ করা হয়, তখন তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নসিহতের কথা বললে , রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইখলাসের সাথে ইবাদত করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এখলাছের সাথে আমলের নসিহত করা হচ্ছে। এখলাছ অর্থ হল, একমাত্র আল্লাহকে রাজী ও খুশী করার নিমিত্তে আ'মল করা। 

(২) আপনার স্বপ্ন থেকে ইঙ্গিত বুঝা যাচ্ছে, সামনে আপনার সুদিন অপেক্ষা করছে। আল্লাহ কবুল করুক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...