ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
আল্লাহ তা'আলা বলেন,
إِلَّا الَّذِينَ تَابُوا وَأَصْلَحُوا وَاعْتَصَمُوا بِاللَّهِ وَأَخْلَصُوا دِينَهُمْ لِلَّهِ فَأُولَـٰئِكَ مَعَ الْمُؤْمِنِينَ ۖ وَسَوْفَ يُؤْتِ اللَّهُ الْمُؤْمِنِينَ أَجْرًا عَظِيمًا
অবশ্য যারা তওবা করে নিয়েছে, নিজেদের অবস্থার সংস্কার করেছে এবং আল্লাহর পথকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরে আল্লাহর ফরমাবরদার হয়েছে, তারা থাকবে মুসলমানদেরই সাথে। বস্তুতঃ আল্লাহ শীঘ্রই ঈমানদারগণকে মহাপূণ্য দান করবেন।( সূরা নিসা-১৪৬)
হযরত মুআয রাযি থেকে বর্ণিত,
عن معاذ بن جبل ، رضي الله عنه أنه قال لرسول الله صلى الله عليه وآله وسلم حين بعثه إلى اليمن : يا رسول الله أوصني ، قال : " أخلص دينك يكفك العمل القليل " . "
المستدرك للحاكم (7844)
যখন মু'আয রাযিকে ইয়ামন প্রেরণ করা হয়, তখন তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নসিহতের কথা বললে , রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইখলাসের সাথে ইবাদত করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এখলাছের সাথে আমলের নসিহত করা হচ্ছে। এখলাছ অর্থ হল, একমাত্র আল্লাহকে রাজী ও খুশী করার নিমিত্তে আ'মল করা।
(২) আপনার স্বপ্ন থেকে ইঙ্গিত বুঝা যাচ্ছে, সামনে আপনার সুদিন অপেক্ষা করছে। আল্লাহ কবুল করুক।আমীন।