বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মা'যুরের হুকুম হল,
মা'যুর ব্যক্তি এক ওয়াক্তের জন্য এক অজু করবেন।তারপর উক্ত অজু দ্বারা উক্ত ওয়াক্তের ভিতর যতসম্ভব উনি ফরয নফল ইত্যাদি ইবাদত করতে পারবেন।যখন ওয়াক্ত চলে যাবে তখন অজুও শেষ হয়ে যাবে।পূনরায় ভিন্ন ওয়াক্তের জন্য ভিন্ন অজু করতে হবে।(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যা-৫/২২৩/২২৪)
মা'যুর অবস্থায় কাপড় কি পাল্টাতে হবে?
মা'যুর অবস্থায় যদি কাপড়কে পাল্টিয়ে এবং শরীরকে ধৌত করে নামায পড়ার পূর্ব পর্যন্ত আর কোনো নাজাসত বাহির না হয়, তাহলে এমতাবস্থায় কাপড় পাল্টানো ও শরীর ধৌত করা ওয়াজিব। কিন্তু যদি কাপড় পাল্টিয়ে এবং শরীরকে ধৌত করে নামায পড়ার পূর্বে আবারো নাজাসত বাহির হয়, নামায পড়া সম্ভব না হয়, তাহলে এমতাবস্থায় কাপড় পাল্টানো বা শরীর ধৌত করা ওয়াজিব হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/50
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে আপনি মা'যুর ব্যক্তির স্থলাভিষিক্ত। সুতরাং আপনি প্রতি ওয়াক্তের জন্য একবার অজ করবেন। এই অজু দ্বারা উক্ত ওয়াক্তের ভিতর আপনি যত ইচ্ছা নামায কুরআন তিলাওয়াত করতে পারবেন। এতে কোনো সমস্যা হবে না।