আসসালামু 'আলাইকুম শায়েখ,
সম্প্রতি আমি একটি পরিচিতি অনুষ্ঠানে (গেট টুগেদারে)অংশগ্রহণ করি, অংশগ্রহনে গান বাজনার বয়োজন ছিলো যা স্পষ্টত হারাম, সেখানে পরে খাওয়া -দাওয়ার পরে সেখানকার খাতিনদারদের সহায়তায় আমি হাত ধুই এবং পরিবারের সদস্যগণ পাশে থাকায় বলি যে পাশের থেকে দিবে , কিন্তু সে সে পাশে গিয়ে তাদের হাত ধোয়ায় না এবং সেখানে অন্য কেউ গিয়ে হাত ধোয়ায় এবং সেও অন্য পাশে গিয়ে হাত ধোয়ায়, পরে সে আমাদের থেকে টাকাটা পায় না,,পরের দিন আমি সেখানে (যেখানে অনুষ্ঠান ছিল) যাই,কিন্তু গিয়ে দেখি সে নেই এবং
অন্য দুইজন বা লোক সেখানে উপস্থিত ছিল এবং তাদেরকে টাকাটা দিয়ে দিই এবং তারাও বলে যে টাকাটা দিয়ে দিবে, কিন্তু আমার সন্দেহ হচ্ছিল এবং পরে তাদের ভালোভাবে জিঞ্জেস করে তাও আমি দিয়ে দিই ,,এখন আমার করণীয় কি শায়েখ,আমি কি দায়মুক্ত?আমি যদি কোনভাবে ওয়েটারদের লিডারের নাম্বার খুজেও বের করি তারপর তার মাধ্যমে তাকে টাকা দিতে চাই তাহলেও তার নাম -পরিচয় বলতে পারবো না,সে কীরকম দেখতে সেটাও স্পষ্টভাবে বলতে পারবো না,,আবার তাকে টাকা দিলে সে টাকাটা দিবে নাকি সেটাও একটা সমস্যা, তার কাছে নাম্বার চাইলে কার নাম্বার দিবে সেটাও তো আমি একদম শিউরভাবে জানতে পারবো না,,