আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
22 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (3 points)
1.nobin boroner shathe probin biday onushtan o hoy,pura College shajanu hoy,mehmander kawanu hoy.emothaboshay ami o amar friend koekjon nobin boroner chada dei ni,jara tk nichche thara bolthese j tumader tk mehmanderk kawanur kaje bebohar korbo..

But amra dei ni,shei onushtane nach gan hobe,shei mehmanderk amra kenoi ba kawabo.ghure fire tho amra eitar ongshoi hoye gelam.ei bepare apni ki bolben?tk dewa ta ki jaej hotho?naki amra tik korechi.

2.nurse student hishebe amader class,duty korthe hoy.age present diye jetam na,bujthe parlam eita tho dhuka dewa hoy,then jedin jai na,sheidin r present o dei na..echchakritho ba kunu karone ami jodi class duty miss dei,thahole amar ki gunah hobe?

Amar husband amar poralekhar koros den,unar hok ki amar dhara noshto hobe er maddome?

3.age porda kortam na,alhamdulillah  ekhn kori,amar bidesh jawar kunu echcha chilo na,ami onk bujanur try korsi,but pari nai,even amar husband amar porda korake mene nithe parchen na,2.5year hoye geche pray,thao ekhono amake eigula nia kotha shunan,maje maje chup thakthe na parle jamela hoye jay,then ami maf chai.uni mone koren porda korar jonno shob bodle geche,unar shathe movie deki na,ami hostel e thaki,maj maj barithr gele,unar jura jurithe maj maj nijek shongjotho rakhthe pari na,thokon amio dheke feli.j din nijek shamlathe pari,boli j dekhbo na ami,jhur korben na,sheidin dhoren o amar shathe r normal thake na,kotha bolthe chay na..movi dekhar porokhkhonei buji j gunah korthesi,barithe na gieo j thakthe parbo emon ta na,unar tane barithe jethe hoy,amar ki koronio?

ekhn uni chan bairer deshe settle hothe, then amio mene nei,ielt's xm e mhuk khulthe hoy,ekhn amar ki gunah hobe?r bairer deshe settle howar bepar ki amar jonno jaej hobe?

4.amar buner chele oshusho,ami jehetu nurse,oke nia hospital vorthi thaka obosthay,ba kichu janthe amar dhula vhaier shathe kotha hoy,,dorkari kothai bola hoy,,kinthu amar vhalo lagthese na,,but amar buner chele 2jon mara gese er age,eita 3number chele,oke nia thai kotha bolthe hoy.unara amk bolen ami doctork boli,,r vhalo achi ki na,eigulai.

Amar ki gunah hobe?

1 Answer

0 votes
by (67,740 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

https://ifatwa.info/39449/ নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,

হযরত আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত,

ﻋﻦ ﺃﺑﻲ ﺳﻌﻴﺪٍ ﺍﻟﺨُﺪْﺭِﻱِّ - ﺭَﺿِﻲَ ﺍﻟﻠﻪُ ﺗَﻌَﺎﻟَﻰ ﻋﻨﻪُ - ﻗﺎﻝَ : ﺳَﻤِﻌْﺖُ ﺭﺳﻮﻝَ ﺍﻟﻠﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻳﻘُﻮﻝ" : ﻣَﻦْ ﺭَﺃَﻯ ﻣِﻨْﻜُﻢْ ﻣُﻨْﻜَﺮًﺍ ﻓَﻠْﻴُﻐَﻴِّﺮْﻩُ ﺑِﻴَﺪِﻩِ ، ﻓَﺈِﻥْ ﻟَﻢْ  ﻓَﺒِﻠِﺴَﺎﻧِﻪِ ، ﻓَﺈِﻥْ ﻟَﻢْ ﻳَﺴْﺘَﻄِﻊْ ﻓَﺒِﻘَﻠْﺒِﻪِ ، ﻭَﺫَﻟِﻚَ ﺃَﺿْﻌَﻒُ ﺍﻹِﻳﻤَﺎﻥِ "

নবীজী সা. বলেন- তোমাদের মধ্য থেকে কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে, তাহলে সে যেন তা হাত দিয়ে ,না পারলে মুখ দিয়ে এবং না পারলে সে যেন তা অন্তর দিয়ে গৃণা করে এবং এটাই তার ঈমানের সর্বনিম্ন স্থর। (সহীহ মুসলিম-৭৩)

,

অন্তর দিয়ে ঘৃণা করার অর্থ হচ্ছে, হালালকে হালাল জানা এবং তাকে মহব্বত করা এবং হারামকে হারাম জানা ও গৃনা করা এবং তার থেকে দূরে থাকা। এ সম্পর্কে বিস্তারিত জানুন- https://www.ifatwa.info/1982

,

প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

,

১. নবীন বরণ অনুষ্ঠান যেখানে শরীয়ত বিরোধী অনেক কাজ হবে, এমন অনুষ্ঠানে উপস্থিত হওয়া এবং যেকোনো প্রকার সাহায্য সহযোগিতা করা, কোনোটাই জায়েয হবে না।

,

২. আপনি নার্সিং পেশায় জব করতে পারবেন যদি তা শরিয়াহ মেইনটেইন করে হয়। কিন্তু যদি ইসলাম সমর্থন করে না এমন কোন কাজ করতে হয়, যেমন গাযরে মাহরামকে স্পর্স করা ইত্যাদী তাহলে তা জায়েয হবে না । নারীরা কেবল নারীদের সেবা করবে এবং পুরুষরা শুধু পুরুষদের সেবা করবে । আরো বিস্তারিত জানুন - https://ifatwa.info/26106/

আপনি কেন যাচ্ছেন না? এটা মূল কারণ। যদি অসুস্থতা বা কোনো জরুরী কোনো কারণে না যান তাহলে কোনো সমস্যা নেই।

,

৩. প্রশ্নোক্ত ক্ষেত্রে দ্বীনের বুঝ না থাকার কারণে হয়তো আপনার স্বামী এভাবে চলাফেরা করেন। তাই আপনি তাকে আদব ও মহব্বতের সাথে বুঝাবেন। আপনার স্বামীকে ইসলামী আহকাম শিখার জন্য উদ্বুদ্ধ করবেন বা আলেমদের ওয়াজ-নসীহত শোনার কথাও বলবেন। দেখবেন তিনি দ্বীন পেলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আল্লাহ তায়ালার কাছে বেশী বেশী দুআও করতে থাকুন। বিশেষ করে তাহাজ্জুদের নামাজ পড়ে। অন্তরকে পরিবর্তন করে দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ তায়ালা।

বিদেশে যাওয়া সম্পর্কে বিস্তারিত জানুন - https://ifatwa.info/4532/

,

৪. ফিৎনার আশঙ্কা না থাকলে কোমলতা পরিহার করে প্রয়োজনীয় কথা বলাতে কোনো সমস্যা নেই। কারণ, ফিৎনার আশঙ্কা না থাকলে কোমলতা পরিহার করে প্রয়োজনে গায়রে মাহরাম পুরুষের সাথে নারী কথা বলতে পারবে।

এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1058


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 169 views
...