Assalamualaikum wa rahmatullahi wa barakatuh
আমি একদিন স্বপ্নে দেখলাম যে আমি কোথাও একটা ইসলামিক স্কুল এ ভর্তি হতে যাই তো তখন একজন মহিলাও যায় সেখানে ভর্তি হতে ,উনি আমাকে উনাকে উনাকে হেল্প করতে বলেন তো আমি উনার জন্য কিছুক্ষণ থাকি কিন্তু আমার চাচাতো বোন বারবার বলতেসিল যে চল চলে যাই কিন্তু আমি যাইতে চাচ্ছিলাম না , উনার কাজ শেষ হওয়ার পরেই যাইতে চাচ্ছিলাম , কিন্তু উনার কাজ হচ্ছিল না , উনি দেখতে অনেক সুন্দরী যুবতী ছিলেন তাকে আগে আমি কখনও দেখি নি , তো উনার কাছে একটা ফোন আসে স্কুল এর অফিসে ঢুকার সময় কেনো যেনো উনাকে আমার সন্দেহ হচ্ছিল তারপর উনি কথা না বলে ফোন কেটে দেন , তারপর আমরা অফিসে ঢুকি সুবহানাল্লাহ অফিসটা এত্ত সুন্দর আর এত্ত পরিষ্কার ছিল মনে হচ্ছিল কাচের তৈরি ,অফিসের পাশে খুব সম্ভবত একটা সমুদ্র ছিল ,তো উনাকে অফিসে দিয়ে আমরা চলে আসি আমি আর আমার চাচাত বোন বাড়ি যাওয়ার জন্য রিকশায় উঠি রাস্তায় অনেক জাম ছিল কোনোভাবে আমরা বাজারে এসে পৌঁছায় তখন আমরা বাজারে ঢুকি সুবহানাল্লাহ বাজারটা এত পরিষ্কার এর গুছানো ছিল বলার মত না তো আমি আর আমার বোন একটা কাপড়ের দোকানে ঢুকি আমার ভাইয়ের জন্য কাপড় দেখছিলাম কাপড়ের দাম এত কম ছিল একটা গেঞ্জি মাত্র ৩০ টাকা যেটা আমরা নরমালি ৩০০ টাকা দিয়ে কিনি আমি স্বপ্নেই এটা ভাবতেছিলাম , আবার ভাবছিলাম যে তাইলে অনেক কিছু নেয়া যাবে কিন্তু আমার পছন্দমত হচ্ছিল না এর মধ্যেই আমার ভাই আর আমার আব্বু আমাকে নিতে আসে আমার জন্য কে যেন বাজারের গেট এর বাইরে দাঁড়িয়ে আছে খুব সম্ভবত আমার হাজব্যান্ড ( বাস্তবে আমি অবিবাহিত) তো আমি তাদের সাথে যাওয়ার জন্য রওনা দেই কিন্তু রাস্তা অনেক আঁকাবাকা ছিল এরপরপরই আমার ঘুম ভেংগে যায় স্বপ্নের ব্যাখা কি হতে পারে
আমি ইদানিং প্রায়ই স্বপ্নে পরিস্কার রাস্তাঘাট দেখি