আসসালামু আলাইকুম,
১/ আমরা যারা ফ্রিল্যান্সিং করি নতুন অবস্থায় কাজ দিতে চায় না আগে কোন কাজ করেছি কিনা তা দেখতে চায় ক্লায়েন্ট। এখন আমি কাজ পারি শিখা শেষ করে কাজ খুজে পেলাম ঠিকই। কিন্তুু আগে কোন প্রজেক্ট বা কাজ করেছি কিনা সেটা দেখতে চায় প্রমান হিসেবে ডকুমেন্টস খুজে। এখন আমি যদি আমার স্যার যার কাছে কাজ শিখেছি উনি তো অনেক কাজ করেছেন উনার ডকুমেন্টস দেখিয়ে যদি বলি এগুলো আমি করেছি যা একটা মিথ্যা কথা। অথবা ডকুমেন্টস গুলো ক্রয় করা যায় মোট কথা অন্যের ডকুমেন্টস দেখিয়ে নিজে সেই কাজ গুলো করেছি বলে কাজ নিলে এবং সুন্দর ভাবে কাজ শেষ করলে যে পারিশ্রমিক পাবো সেই ইনকাম কি হালাল হবে?