আসসালামুয়ালাইকুম,
১. আমার স্ত্রী কে উত্তেজিত অবস্থায় বলেছি তোমার ওই আপুর ( স্ত্রীর খালার মেয়ে) ওই জিনিস টা নেই। আমার বউ বলছে আপুর নেই তো কি হয়েছে আমার আছে আমি বললাম হ্যাঁ ।
এক্ষেত্রে তুলনা করিনি জাস্ট এমন কথা হয়েছে তাহলে কি জিহার হবে??
২. কার কার সঙ্গে জিহার হয় ???
৩. আমাদের গ্রামের এক মুরুব্বী বলছিল রবিবার এর রাত গিয়ে সোমবার এর ভোর ২ থেকে ৩ এর মধ্যে সহবার করলে ছেলে সন্তান হবে। এই আকীদায় তার চার মেয়র পর তুই ছেলে হয়েছে ওই ভাবে নিয়ম করে সহবাস করে।
এই রকম কি করা যাবে?? এটা কি শিরক হবে??