অনুরোধ এইবার উত্তর গুলা দিবেন সাথে আরেকটা প্রশ্ন ও যুক্ত করসি আগেও দুইবার করছি প্রশ্ন গুলা ওয়াস ওয়াসার বলে এড়িয়ে দিয়েছেন এইবার অন্তত ফিরাবেন না অনুরোধ কথা/প্রশ্ন গুলা ভালো ভাবে পড়ে জবাব দিয়েন সব প্রশ্নের।
#টয়লেটে ইচ্ছা করে উচ্চারণ করে আল্লাহর নাম নিলে গোনাহ হবে। তবে শুধু মনে আসলে এবং উচ্চারণ না করলে কোনো গোনাহ হবে না ঠিক বললাম হুজুর যদি ইচ্ছা উচ্চারন করি এতে তো শুধু গুনাহ হবে ইমানে কোন সমস্যা হবে না❓❔
# হুজুর মোবাইলে কোন মুভি বা কোন দৃশ্য যেমন হিন্দুদের মুভির(movie) কোন দৃশ্য বা কোন রিলস(reels) ইত্যাদি এমন কিছুতে হিন্দুদের কোন কথা বা কোন সিন(scene) দেখে যদি মুছকি হাসি বা দাত বের করে হাসি বা খিল খিল করে হাসি সহজ কথায় যেইভাবেই হাসিনা কেন সেইটা শব্দ করে হোক বা শব্দ না করেই হোক না কেন এতে কি ইমানে কোন সমস্যা হবে নাকি শুধু গুনাহ হবে ❓
#হুজুর যদি পিঠ বা পিঠের ব্যাথা কিভাবে হয় বা পিঠের কেমনে ব্যথা হয় বা পিঠের কিসের ব্যথা বা পিঠের ব্যথা কিসের বা যদি বলা হয় শুধু পিঠের মত তাহলে কি যিহার হবে এবং এই উল্লেখিত বাক্য গুলার মধ্যে কোন বাক্য বলার সময় মনে যিহার নিয়ত যেমন মায়ের পিঠের সমতুল্য বা ইত্যাদি যেমন আরো নিয়ত থাকা লাগে তেমন নিয়ত থেকে থাকে আর উল্লেখিত বাক্য গুলার মধ্যে কোন টা বলা হয় কিছুবার তাহলে কি এতে যিহার হবে বা বিবাহিত সম্পর্কে কোন সমস্যা হবে যেহেতু এইখানে কোন মা,বোন ইত্যাদি যাদের সাথে বিবাহ হারা'''' এমন কোন শব্দ বা বাক্য বলিনাই কিন্তু উল্লেখিত বাক্য গুলা বলার সময় যিহার এর যেমন নিয়ত থাকলে যিহার হবে তেমন নিয়ত থাকলে কি যিহার সাব্যস্ত হবে❓❔ আশা করি জবাবটা ভালো ভাবে পড়ে আমাকে দিবেন জবাব টা পেলে মনে করি আমার প্রশ্নের জবাব টা ও পেয়ে যাবো।
#এবং হুজুর বউ যদি স্বামীকে কোন কথার জবাবে বা প্রসঙ্গে বা কোন কারনে বা অকারনে এমনেই বা মজা করে বা ইচ্ছা করেই আজরাইল বলে বা বলে সম্বোধন করে এতে কি wife এর ইমানে কোন সমস্যা হবে এবং স্বামী-স্ত্রী বিবাহিত সম্পর্কে কি কোন সমস্যা হবে নাকি কোন সমস্যা হবে না সম্পর্কে ঠিক বা বহাল থাকবে ❓❔
#২নং প্রশ্নে হিন্দুদের কথা বা বাক্য গুলা লেখার সময় বা লেখার আগে বা পরে বা প্রশ্নটা সাবমিট করার পরে পুনরায় যখন আবারও কিছুটা এডিট করি আমার মধ্যে ওয়াস ওয়াসা কাজ করছে কিছুটা এই হিন্দু বাক্য বা কথা গুলা যে লেখসি এমনো মনে হল আমি আবার আমাকে তো বুজালাম না এমনো চিন্তা বা সন্দেহ হয়েছে এতে আমার ইমানে কোন সমস্যা তো হবে না ❓
সম্মানিত উস্তাদরা আমার সব প্রশ্ন ভালো ভাবে পড়ে আমাকে অনুরোধ পরামর্শ ও সঠিক সমাধান দিবেন।
জাযাকাল্লাহ খায়ের।