আসসালামুয়ালাইকুম,
একজন ভাই এর পক্ষ থেকে-
আমি ২৬ বছর বয়সি একজন যুবক এবং একটি multinational company তে জব করছি। আমি বিয়ের খুব একটা তাগাদা অনুভব করছিনা। তবে চাহিদা আছে। আমি আমার স্ত্রীর ইসলামিক সকল সম্বন্ধে জানার চেষ্টা করেছি তবে আমরা তো আমাদের সমাজে নারীদের হক এভাবে বাস্তবায়িত দেখিনা। আমার সেই কাজ গুলো করতে আর চেষ্টা আর পরিশ্রম দিতে হবে।
আমি যে ইনকাম করছি, নিজে জিম করা এবং learning how to fight এইসব করছি। আমি যে সামনে একটা মেয়ের সারাজিবনের দায়িত্ব নিতে চাচ্ছি। এখন দেখুন আমাদের সমাজে টিকে থাকতে হলে যতটুকু ফরয তার থেকে অনেক বেশিই আমি করব। সমস্যা নেই। তবে আমি একটা মেয়ে থেকে আলাদা কি পাচ্ছি যা সে আমাকে exclusively দিবে এবং আমার তাকে দিতে হবেনা। দেখুন পরিবারের অর্থনৈতিক পরিস্থিতির জন্য আমি কাজ করতেসি, এত কষ্ট করছি, তার বিনিময়ে দুজনেই শারীরিক হক আদায় করছি, দুজনেরিই বাচ্চা হবে। বাচ্চা জন্মের সময় সে আলাদা কষ্ট করল আর আমি তো সারাজিবন বাচ্চার জন্য আয় ব্যয় সব করতে হবে। তাছারা তার mental, emotional, physical, post birth trauma, period এত কিছুর দায়িত্ব আমি কিভাবে নিব আমি confused.
আমি হয়ত বিষয়টা extreme ভাবে বুঝতেসি এবং এর ফলে আমি আসলে বিয়ের ইচ্ছা হারিয়ে ফেলছি।
১। আমি আসলে জানতে চাই ইসলামিক ভাবে আমি বিয়ের মাধ্যমে ফরয এর পাশাপাশি আমাদের সমাজের বা কি কি জিনিস আমার স্ত্রী থেকে আশা করতে পারি জেইটা হয়ত ফরয না বাট সেটা একজন নারি তার স্বামীকে দিতে পারে বাট স্বামী পারেনা (সন্তান ছাড়া)।
২। আমার এহেন মানসিকতা কিভাবে পরিবর্তন করব? অথবা এই মানসিকতা নিয়ে আমার কি বিয়ে করা উচিত? আমি তো এখন তেমন দায়িত্ব নিচ্ছিনা except বাবা মার যা যা লাগে। wife আসলে আলাদা বাসা, আর কত কিছু কি সাম্লাতে পারবো?
৩। আমার আসলে মনে হচ্ছে যে বিয়ে করার মাধ্যমে আমাকে মহর দিতে হবে, বেশ ভালই ইনকাম consistently করতে হবে। অনেক খাট তে হবে। বাচ্চার স্কুল সহ wife কে সময় এবং আর অনেক কাজ করতে হবে আমার শারীরিক চাহিদা পুরনের জন্য যেটা আমি exclusively পাচ্ছিনা, তাকেও তো তৃপ্ত রাখতে হবে। এর বদলে সে বাসায় চিল্লাবে, তার family হাজার টা issue আনবে। এবং আরো অনেক কিছু । দুঃখজনকভাবে এখনকার আমলে তার অতীত থাকতে পারে এবং আমাকে সেই issue তেও পরতে হইতে পারে। আমার কেবলমাত্র দৈহিক চাহিদা ছাড়া আর বাচ্চা ছাড়া অন্য সবকিছুইই তো আল্লাহ্‌র রহমতে একা করতে পারছি। এখন আমার কাছে বিয়ে করে সকল দায়িত্ব পালন একটু কঠিন লাগছে ।