আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি উমরী কাযা নামাজ আদায় করার ক্ষেত্রে যদি শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ার পর দরূদ ইব্রাহিম এর পরিবর্তে শুধু 'সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম' এবং দোয়া মাসূরা এর জায়গায় শুধু একবার 'রাব্বিগ ফিরলী' পড়ে সালাত শেষ করি সেক্ষেত্রে কী আমার নামাজ শুদ্ধ হবে?