আসসালামু আ'লাইকুম। আমাকে ইসলামের কোনো কোনো সত্যির ব্যাপারে শয়তান ওয়াসওয়াসা দেয়। বেশিরভাগ ওয়াসওয়াসার বেলায়ই আমি সত্যিটা খোঁজাখুঁজি করে জানি, বা চিন্তা করে লজিকাল রিজনিং দিয়ে শয়তানকে হারিয়ে দেই আলহামদুলিল্লাহ। একবার সত্যিটা বের করলে পরে আর একই জিনিস নিয়ে শয়তান ঝামেলা করতে পারেনা। কিন্তু কিছু স্পেসিফিক জিনিস আছে, যেগুলো আমার মনে হয় যে আমার পক্ষে কখনোই যাচাই করা সম্ভব না। যেমন, কুরআনের সংরক্ষণ। ইসলামকে আমি বিশ্বাস করি দেখে কুরআন ১৪০০ বছর আগে থেকে একই আছে এটাও মেনে নিই। কিন্তু প্রায়ই বিভিন্ন শাতিম বা কাফিররা এই দাবী করে যে কুরআন আসলে সংরক্ষিত নাই৷ এমনকি ইয়াসির কাদ্বি নামে একজন মডারেট আলেমও একই কথা বলেছেন। আবার অনেকে কাফিররা বলে যে একেকটা কুরআনে অনেক পার্থক্য। একই ভাষা অঞ্চলভেদে পার্থক্য হলে শব্দ, আ-কার ই-কার বদলে যায় এটা তারা মানতে চায়না৷ এখন তো মনে হয় কোনো দেশে এরকম ভাষা তেমন নেই। ওরা তো ভাষা সম্পর্কে তেমন জানেনা, তাও এমন দাবী করে৷ এখন দুনিয়াতে এত তথ্য, সত্যি মিথ্যা পার্থক্য করা প্রায় অসম্ভব। আমি শুধু আল্লাহর কাছে দুয়া করে করে ইমানটা টিকিয়ে রেখেছি। কিন্তু এই বিষয়গুলো নিশ্চিত হওয়ার কি কোনো উপায় আছে? আসলে কুরআন সংরক্ষণের প্রমাণ কী, বা এখনো কি ভিন্ন ভিন্ন কুরআন আছে কীনা? আমি জেনেছিলাম উসমান(রা.) এর সময় উনি একটা কপি রেখে বাকিগুলোকে পুড়িয়ে ফেলেছিলেন, তাহলে তো একটা স্পেসিফিক ধরণের আরবী কুরআনই থাকার কথা! এগুলো নিয়ে আমি অনেক কনফিউজড৷ এখানে উত্তর দেয়া সম্ভব না হলে কোথা থেকে জানতে পারব, বলা যাবে কি?