আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
একজনের জিজ্ঞাসা..২টা প্রশ্ন::
১/আমরা ৩ পরিবার একটা পরিত্যক্ত বাড়িতে থাকি।আমাদের থেকে ভাড়া নেয়া হয় না।আমি যেই রুমে থাকি সেখানে জানালায় পর্দা দেয়ার জন্য ক্লাম নেই।আমি বাড়ির কেয়ারটেকার কে বলেছিলাম। ক্লাম লাইগিয়ে দেন।খরচ আমি দিবো।কিন্তু সে দেয়নি।
তাই আমি এই বড়িতে পড়ে থাকা ৩টা লম্বা কাঠের টুকরো এনে জানালার পর্দা কাপড়ের হ্যাংগার টানানো জন্য লাগাই।
এবং বিভিন্ন সময় বাসার পরিত্যক্ত বস্তুর(কাঠ,ইট,লাঠি) ব্যবহার করি এতে কি গুনাহ হবে??
আমি যখন চলে যাবো। ইন শা আল্লাহ এই বাড়ির প্রতিটি বস্তু আবার তাদের এখানেই রেখে যাবো।
বাড়ির মালিক থাকেনা।তার একটা প্রতিষ্ঠানে আমরা জব করি।
২/কেয়ারটেকার ঠিক মতো বিলের কাগজ দেয় না।এইভাবে সে জমিয়ে রাখে।বিকাশে বিল দেয়ারও সুযোগ নেই।কারণ তার পূর্বের বিল ও জমা আছে সব মিলিয়ে ৪৩০০টাকার মতো। আমি একবার তাকে প্রায় ২৬০০টাকা দিয়ে বলেছি।পূর্বের বিল পরিশোধ করে দিতে।যেন আর বকেয়া না হয় & জরিমানা আসেনা।কিন্তু সে আমার কোন কথাই শুনেনা।উল্টো আমার ২৫০০টাকা খরচ করে ফেলেছে। আমি অনেক জনকে দিয়ে বলিয়েছি।কিন্তু কাজ হচ্ছে।শুধু দেম দিচ্ছি করে ১৫মাস চলে গেছে।এই যে বকেয়া বিল এর জরিমানা আসতেছে। তার কি আমরা জন্য সুদ হবে?? আমি তো চেষ্টা করেও পারছিনা।