السلام عليكم و رحمة الله و بركاته
১) একটি পরিবারে মা বাবা দুইজনই সরকারি চাকরিজীবী। মা মোটামুটি দ্বীন পালন করার চেষ্টা করেন। বোঝালে বুঝেন। এক হাতে সব কাজ করেন। প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকা।বাবা সরকারি কলেজ এর প্রিন্সিপাল পদে আছেন। পাঁচ ওয়াক্ত সলাত পড়েন না কেবল জুম্মার নামাজ ছাড়া।
বড় মেয়ে দ্বীন পালন করার চেষ্টা করেন। একটি সরকারি মেডিকেল এ পড়াশুনা করছেন। ভাই এইচ এস সি দিবেন এ বছর। সেও প্র্যাক্টিসিং মুসলিম বিগত ৪ বছর থেকে। প্রথম প্রথম বাবার থেকে বাধা আসলেও বর্তমানে মেনে নিয়েছেন মোটামুটি।এ পরিবারে তাদের বাবা কলেজে গায়রে মাহরাম মহিলার সাথে আরো পুরুষ দের দল নিয়ে গান বাজনা করেন এবং কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান এ গান গেয়ে থাকেন। উনার আগে থেকেই বলা যায় শুরু থেকেই স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ। তিনি পরিবারের লোকজন ডেকে নিজের স্ত্রীকে অপমান করছেন ।
স্ত্রী মিটিং এ থাকলে অন্য মানুষের দ্বারা খোজ নিয়ে থাকেন। অহেতুক সন্দেহ পোষণ করেন। অথচ তার স্ত্রীর কোনো দোষ নেই।স্ত্রী তার দায়িত্ব পালন করে থাকেন। এত বছর সব সহ্য এসেছেন।উল্লেখ্য, বিয়ের মোহর এখনো পরিশোধ ও করেননি।উল্টো তার চাকরির বেতন এক সময় নিতেন।
সন্তান স্ত্রী এমন ইসলামীক মাইন্ডেড হলেও এত বছরে তার কোনই পরিবর্তন আসে নি ।তিনি বড়ই রাগী স্বভাবের!পড়ালেখার ব্যাপারে সিরিয়াস।কিছু করতে না পারলে সব ইসলাম মানার ফল এমন। এখন সন্তানদের মা আর সহ্য করতে চান না। তিনি আলাদা হতে চান।সন্তানরা বাইরে থাকে পড়াশুনার জন্য। বাড়িতে তিনি একাই।সন্তান হিসেবে বাবার এই অবস্থায় কি দায়িত্ব? কিভাবে বাবাকে দাওয়া করা উচিত?বাবার প্রতি কি দায়িত্ব? কেবল দুআ করা আর সাদাকা করাই কি যথেষ্ট? বড় মেয়ে যদি ওই গায়িকা মহিলাকে থ্রেট দিতে চায় এটা কি ঠিক হবে? মিন ফাদ্বলিক জানাবেন।
২) আরেক বোনের প্রশ্ন,
আমার বাবা একজন নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী। তিনি আল্লাহ এবং নবী রাসুলগণকে নিয়ে আজেবাজে কথা বলেন। তিনি রাগী আর বদমেজাজি। আমি কিছু বলার সাহস পাই না। আমার খুবই খারাপ লাগে। আমার কি করণীয় নাসীহা করুন মিন ফাদ্বলিক।
৩) বিয়ের সময় কিছু হাদিয়া পেয়েছিলাম বাবার বাড়ির পক্ষ থেকে, তখন তো বুঝ ছিলনা,এখন মনে হয়,এতে হারামের মিশ্রণ ছিল কি না? ( আমি শিওর না) কিন্তু খুব খটকা হয়। বাবার পরিবর্তে পরিবারের অন্য কোন সদস্য বিয়ের যাবতীয় খরচের জন্য মোটা অংকের এমাউন্ট দিয়েছিল, ঐ টাকা দিয়ে আমি একটা জমি কিনেছি,বিয়েতে ওভাবে খরচ না করে।আমি চাই এ পরিমান টাকা আমি আস্তে আস্তে দান করে দিব সওয়াবের আশা বাদে। ঐ টাকার ই কিছু অংশের আমার একটা গহনা আছে, আমি গহনার টাকাও দান করতে চাই, সওয়াবের আশা বাদে,পরিবারের একটু নাজুক হালত আমার ভাই বোনের আপাতত, তাদের জন্য কি আমি সওয়াবের আশা বাদে এই টাকাটা খরচ করতে পারবো?
(টাকাটা হারাম নাকি হালাল এই ব্যাপারে আমার কোন ধারনা নাই। কিন্তু বারবার মনে আসছে বিষয়টা)