ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://ifatwa.info/22517/ নং ফাতওয়াতে উল্লেখ রয়েছে যে,
□
রমজানের রোজা, নির্দিষ্ট মানতের রোজা ও নফল রোজার নিয়ত রাত থেকে শুরু করে
দ্বিপ্রহরের পূর্ব পর্যন্ত করা যাবে। হাদীস শরীফে এসেছে-
عَنْ
سَلَمَةَ بْنِ الأَكْوَعِ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم
بَعَثَ رَجُلاً يُنَادِي فِي النَّاسِ، يَوْمَ عَاشُورَاءَ " أَنْ مَنْ
أَكَلَ فَلْيُتِمَّ أَوْ فَلْيَصُمْ، وَمَنْ لَمْ يَأْكُلْ فَلاَ يَأْكُلْ ".
সালমা ইবনু আকওয়া (রাঃ) থেকে
বর্ণিত যে, ‘আশূরা (আশুরা/আসুরা/আসূরা)র দিন নবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম এক ব্যাক্তিকে এ বলে লোকদের মধ্যে ঘোষণা দেওয়ার জন্য পাঠালেন, যে ব্যাক্তি
খেয়ে ফেলেছে সে যেন পূর্ণ করে নেয় অথবা বলেছেন, সে যেন সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) আদায় করে নেয় আর যে
এখনো খায়নি সে যেন আর না খায়। সহীহ বুখারী, ১৮০২
,
□
আর রমজানের কাজা, সাধারণ মানত, কাফফারা ও যিহারের কাফফারা রোজার নিয়ত রাতে না করলে রোজা
বিশুদ্ধ হবে না।
হাদীস শরীফে এসেছে। উম্মুল
মুমিনীন হাফসা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
من
لم يجمع الصيام قبل الفجر فلا صيام له.
যে ব্যক্তি ফজরের আগে রোযা
রাখার নিয়ত করবে না তার রোযা (পূর্ণাঙ্গ) হবে না। সুনানে আবু দাউদ ১/৩৩৩
,
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
,
১-২. জ্বী হ্যাঁ, এভাবে করতে পারেন। তবে অবশ্যই রমজানের কাজা, সাধারণ মানত, কাফফারা ও যিহারের কাফফারা রোজার নিয়ত রাতে (অর্থাৎ সুবহে সাদিকে স্থির) না করলে
রোজা বিশুদ্ধ হবে না। অর্থাৎ রাতে ঘুমানোর পূর্বে প্রশ্নের উল্লেখিত নিয়ত থাকাতে
কোনো সমস্যা নেই। তবে অবশ্যই রমজানের কাজা রোজার ক্ষেত্রে তা রাখতে চাইলে ফজরের ওয়াক্ত
শুরু হওয়ার পূর্বেই নিয়ত স্থির করতে হবে। অন্যথায় রোজা হবে না। তবে রাতে ঐভাবে
নিয়ত করার পর না রাখলে কোনো গোনাহ হবে না ইনশাআল্লাহ।
৩. না, এতে কোনো কাফফারা আসবে না।
৪. না, সাহরী না খেলে রোজা না রাখলে এতে কোনো গোনাহ হবে না
ইনশাআল্লাহ।