আসসালামু আলাইকুম!!
ঘুষ দিয়ে কি চাকরি নেয়া যাবে?? বর্তমানে আমার স্বামীর কোনো কাজ নেই,,উনি ব্যবসা করতে ইচ্ছুক কিন্তু তার বাবা মায়ের এতে কোনো আগ্রহ নেই এমনকি ওনার চাচারাও এর বিরোধী।আমার স্বামীর নিজে কোনো ব্যবসা করারও সামর্থ্য নেই,,এখন তার বাবা মায়ের কাছে একটা চাকরির প্রস্তাব এসেছে,যেটাতে আমার শশুর শ্বাশুরীর আগ্রহের শেষ নেই। সেটাতে ঘুষ লাগবে।আর ঘুষ ছাড়া তার সার্টিফিকেট কোনো যোগ্যতার মাধ্যমে এই চাকরি হওয়ার সম্ভবনা নেই বললেই চলে। এমতাবস্থায় কি ঘুষ দিয়ে চাকরী জায়েয হবে?পরবর্তী উপার্জেয় টাকা হালাল হবে নাকি হারাম??যারা চাকরী দিবে তারা বলেছে আগামী কয়েকদিনের মধ্যে টাকা দিতে হবে, তারা এই নিয়ে প্রস্তুতিও শুরু করেছে,,।