আসসালামু আলাইকুম হুজুর, আমি ২২ বছর বয়সী একজন বোন বলছি,ইসলাম সম্পর্কে আমি নিজেকে অনেক বেশি অজ্ঞ মনে করি,আমি নিয়মিত ৫ ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করি,ঘরের বাহিরে গেলে হাত পা মুজা সহ চোখ ছাড়া সমস্ত শরীর পর্দা করি,আর ফরজ এবং সুন্নত সহ হারাম হালাল মেনে চলার চেষ্টা করছি,,আমি জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে চাই যে আমার চেয়ে অনেক বেশি ইসলাম সম্পর্কে জ্ঞানী এবং সচেতন, যারসঙ্গে থাকলে আমি আরো অনেক কিছু শিখতে পারবো,,আমার বাবার অন্যত্র সংসার আছে,এবং মায়েরও,আমার বিবাহ নিয়ে কারো কোন চিন্তা নেই এবং আমি কাউকেই চিনিনা দুনিয়ায়,, ঘর ছাড়া কোথাও যাইনা,এমন অবস্থায় এরকম পাত্র খুঁজে পাওয়া আমার পক্ষে অনেক কষ্টের, দোয়া ছাড়া আমার কঁনো উপায় নেই,,,আমার প্রশ্ন হলো আমাকে যদি একজন বিবাহের প্রস্তাব দেন, যিনি শুধুমাত্র ৫ ওয়াক্ত সালাত আদায় করেন (মাঝে মাঝে অনিয়ম করেন),যার দুনিয়াবি অনেক অর্জন আছে,, কিন্তু আখিরাতের ব্যাপারে ততোটা সচেতন না কিন্তু সৎ,পরোপকারী,এবং সত্যবাদী,,সে বিবাহের প্রস্তাব দিলে বাবা মা রাজি হয়ে যাবেন যেহেতু তিনি অনেক সৎ এবং দুনিয়াবী অনেক অর্জন আছে ,,,
এক, ধন-সম্পদ।
দুই, বংশ-মর্যাদা।
তিন, রূপ-সৌন্দর্য।
চার, ধর্মভীরুতা তথা দ্বীদদারিত্ব।
কিন্তু সে নিজেই আমাকে অনেক বেশি দ্বীনদার ভাবেন,
বিবাহ যা দেখে করা উচিৎ তার মধ্যে প্রথম ৩ টি গুণ আছে, চতুর্থটি ছাড়া/কম।
আমার কি এমন কাউকে বিয়ের জন্য হ্যা বলা উচিৎ? বা রাজি হওয়া উচিৎ!?