কিছুদিন আগে প্রশ্নটা করসিলাম ইমদাদুল হুজুর ওয়াস ওয়াসা বলে এড়িয়ে দিয়েছে তাই আজকে সেই প্রশ্নের থেকে অল্প অল্প করে কপি করে এনে এইখানে পুরা প্রশ্ন আর কথা গুলা paste করে দিচি নিচে আগের সেই প্রশ্নের লিংক ও উল্লেখ করেছি এবং সেই লিংক এ যিহার নিয়ে যেই প্রশ্ন তার আলোকেই এখন এর এইসব কথা আর জিজ্ঞাসা। আমি কিছুদিন আগে যেমন টা করেছি তেমন হুবহু প্রশ্নটা করছি যেহেতু বল্লামি কপি করে এনে paste করেছি এইখানে শুধু অল কিছু এসিত করি তো আমি যেইটা জানতে চাচ্ছি তা যেমনটা পেরেছি উল্লেখ করেছি সময় নিয়ে পড়ে জবাব এবং পরামর্শ দিয়েন উস্তাদ।
https://ifatwa.info/112193/ এই যে আগের এই প্রশ্নের জিহার নিয়ে যেই প্রশ্ন করেছি তার আলোকেই প্রশ্ন করতাসি, আমি প্রশ্ন আরো আগেই করতাম উপরের লিংক দেওয়া প্রশ্নের জবাব যখন দিয়েছেন তার পরেই করতাম প্রশ্ন কিন্ত আমি করিনাই এখন করতাসি এবং আরও প্রশ্ন ও করা হয় এত দিন তো অইগুলার উত্তর পেতে পেতে বা পাওয়ার আশাই ও হয়ত বলতে পারেন এই প্রশ্নটা এখন করতাসি যাইহোক আমি মুল কথায় আসি,, উপরের প্রশ্নের লিংক এ গেলেই দেখবেন আমার যিহার নিয়ে জবাব দিয়েছেন তো উপরের প্রশ্নের লিংক এ গিয়ে আরেকটা লিংক আছে ওইটাই ডুকলে আমার যিহার নিয়ে প্রশ্ন টা দেখতে পারবেন আমার কথা হচ্চে আমি তো বলসি আমি আমার মা এর মত/amar ma er moto এমন বলি/লেখি নাই এখন আমার প্রশ্ন এইটা যে আমি যদি Amar ma এর মত এইটা লেখতাম আর মনে যদি যিহার এর চিন্তা ভাবনা থাকতো যে এতে যদি জিহার হয় ইত্যাদি যিহার নিয়ে চিন্তা ভাবনা থাকতো বা যদি আল্লাহ না করুক নিয়ত ও থাকতো তাহলে কি আমার যিহার সাব্যস্ত হতো ❓
এই প্রশ্ন টার জবাব দিলে আমি যিহার নিয়ে এই প্রশ্ন আশা করি আর প্রশ্ন করবো চিন্তা কমাইয়া ফেলতে পারবো।
আমি আরেকটু বিস্তারিত বলি আমি প্রশ্নটা কেন করি যেত টুকু মনে আছে ওই হিসাবে.
তো আমি আমার আর আমার ওয়াইফ এর কিছু মেসেজ এর কথা উল্লেখ করি আমার বউ বলে : Akta question Kori ans dao Who is the most beautiful lady in your life and in the world?
আমি ওর এই মেসেজ দেখে ভাবসি শুধু ওর কথা বলবো আবার এইটা আমার চিন্তাই আসছে আমার মা এর কথা বলবো এর পরে আমার বউ এর কথা বলবো এমন চিন্তা ভাবনা আসছে সাথে এই চিন্তা ও বলতে পারি অন্তত আসছে যে আমি যদি আমার মা এর কথা না বলে শুধু আমার বউ এর কথা বলি ও কি ভাব্বে ইত্যাদি এমন চিন্তা আসছে হয়ত মনে হচ্চে তাই উল্লেখ করলাম সাথে আরো কিছু কথা হয় কিন্ত উপরের এই মেসেজ টার জবাবে আমি এর পরে এই মেসেজ করি : interesting question ki bolbo bhabi এর পরে জবাবে ও (আমার wife) কিছু ইমোজি মেসেজ করে আমি আবারও রিপ্লাই করি যে :Bolte hobe জবাবে আমার বউ বলে : Bolar Jonnoi to jiggesh korlam na bolle ok.আমি জবাবে বলি: Bhalo korei jano tmi abar dong kore amar life er most beautiful lady hocce amar ma and tmi এর পরে আমার বউ জবাবে বলে: Hm hm jani but janleo ki Abr shunte Mon chay Somossa nki bolte এর পরে আমি জবাবে কিছু ইমোজি দি এবং এর পরে আমার এই ইমোজির যেই মেসেজ দিচি এইটার জবাবে আর কিছু কথা বা মেসেজ দি নাই বা হয় নাই । আমি মুলত তাই প্রথমে জিহার এর ওই প্রশ্ন টা করি যেইটা উপরের লিংক এ গিয়ে ওইটার মধ্যে যে আরেকটা লিংক আছে ওইটাই দেখলেই বুজবেন। আমার উপরের লিংক এ আপনার জবাব পাওয়ার আগে বা পরে যখনি হোক আমার মধ্যে এইটা চিন্তা হচ্চে এবং এখনো চিন্তা হচ্ছে বিধায় প্রশ্ন করি তা বুজতে পারছেন আশা করি আর অনেকটাই মনে প্রশ্নটা গুরপাক খাচ্ছে আমি যে Amar ma লেখছি আমি আবার এইটার সাথে মত কথা টা তো বলি নাই হয়ত আমি মুছে ফেলসি তাহলে তো মেসেজর এর কথাটা amar ma er মত হবে আর এমতাবস্থায় যদি মনে যিহার এর চিন্তা ভাবনা বা নিয়ত থাকে তাহলে তো আমার যিহার সাব্যস্ত হবে এবং কাফফারা হয়ত দিতে হবে যদি যিহার হয় আমি আরো কিছুটা নিজেকে হয়ত বুজাই বা বুজানোর চেষ্টা করি যে আমার মা এর মত / amar ma er mot/ amar ma moto এমন কেনো বলবো মানে মত/moto কথাটা বা বাক্য টা কেনো বলবো এইখানে আমার বউ এর মত বা আমার মা এর মত কোন কিছু মিল আছে কিনা বা কোন গুন এর ব্যাপারে কথা হচ্চে কিনা বা ইত্যাদি আরও কিছু চিন্তা ও হয়ত এই নিয়ে তো আমার কথা যেহেতু এইখানে জিজ্ঞাসা করসে কে বেশি সুন্দর মহিলা আমার জীবন এর তো এইখানে আমার আমার বউ এর মত মা বা আমার মা এর মত এমন আমি কেনো লেখবো মেসেজ তো আমার প্রশ্ন আমি যদি মনে যিহার এর নিয়ত বা চিন্তা ভাবনা করে Amar ma er moto/amar ma moto এমন লেখে থাকি আমার বউ এর মেসেজ এর জবাবে এতে কি আমার যিহার সাব্যস্ত হবে ❓
কারন আগের প্রশ্নের জবাবে বলসেনি আমার প্রশ্ন যিহার নিয়ে ছিলো যদি মনে যিহার এর নিয়ত বা চিন্তা ভাবনা করে শুধু বউ কে amar ma /আমার মা এমন বলা হয় এতে কি যিহার হবে বলসেন যিহার হবে না এইটা বুজতে পারছি এখন যেই প্রশ্নটা করসি এইটার জবাব টা দিলে আশা করি আর এই যিহার নিয়ে চিন্তা হবে না। তাই আমি যেতটুকু পারছি বিস্তারিত বলার চেষ্টা করসি ভাবসি শুধু যিহার নিয়ে জিজ্ঞাসা করবো কিন্ত যাইহোক মনে আসতাছিলো বিস্তারিত বলে দি এতে ভালো হবে তাই ওই হিসাবে বিস্তারিত বলার চেষ্টা করসি। এবং আমি যে এইখানে আমার মা এর মত এমন কিছু কথা বা বাক্য লেখছু এইগুলা লেখার সময় আমার মনে জিহার এর কথা বা চিন্তা ভাবনা ছিলো যেহেতু আমি যিহার নিয়ে প্রশ্ন করতাসি তাই এই চিন্তা ভাবনা তো থাকবেই বা হবেই তো আমাকে এইটা ও বলবেন এতে আবার কোন যিহার সাব্যস্ত বা যিহার এর সমস্যা তো হবে না ❓
আমার জবাবগুলা দিবেন আর আমাকে পরামর্শ ও দিবেন অনুরোধ।