আমি এবং আমার এক মামাতো বোন কথা বলছিলাম।তখন আমাদের একজন আত্নীয় প্রকাশ্যে আমার ঐ বোনের মা এর সাথে অনেক অনেক বেশি খারাপ আচরণ করে এটা নিয়ে কথা হয়।এই কথাগুলো আমি আগে থেকেই জানি।আমার সামনেও এই রকম খারাপ আচরণ করতে আমি দেখেছি।আমার ঐ বোনের মা সহজসরল হওয়ায় উনার উপর পরিবারের অনেকে মিলে মানসিক অত্যাচার করে,শারীরিক ও করে মাঝেমধ্যে।উনারা ওর মা এর ৬ মাসের এক সন্তানকে গর্ভপাত এর মতো প্রক্রিয়ায় মেরে ফেলে।এখন উনারা যে প্রকাশ্যে এই কাজগুলো করেন। সেটা অনেকেই জানে,তাও কথা বলতে পারে না কিছু কারণে,বা তাদের কাছে এগুলোকে অন্যায় মনেই হয় না।এখন আমার ঐ বোন তার মানসিক কষ্ট এর বিষয়গুলো আর কারো কাছে বলতে না পেরে আমার কাছে বলেছে।তখন আমিও ওকে সান্তনা দিয়েছি,বলেছি যে আল্লাহ সবকিছুর বিচার করবেন।এভাবে যে আমরা উনাদের কার্যকলাপ নিয়ে কথা বলেছি এটা কি গিবত হয়েছে।
হলে এখন আমার করণীয় কি?আমি উনাদের কাছে গিয়ে মাফ চাওয়ার মতো পরিবেশ ও নেই।এখন কিভাবে তাওবাহ করলে আল্লাহ কবুল করবেন।