ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://ifatwa.info/3992/
নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,
★ফাতাওয়ায়ে আলমগীরীতে আছে
وَأَمَّا
شَرَائِطُ الصِّحَّةِ فَمِنْهَا رِضَا الْمُتَعَاقِدِينَ. وَمِنْهَا أَنْ يَكُونَ
الْمَعْقُودُ عَلَيْهِ وَهُوَ الْمَنْفَعَةُ مَعْلُومًا عِلْمًا يَمْنَعُ
الْمُنَازَعَةَ فَإِنْ كَانَ مَجْهُولًا جَهَالَةً مُفْضِيَةً إلَى الْمُنَازَعَةِ
يَمْنَعُ صِحَّةَ الْعَقْدِ وَإِلَّا فَلَا. (الفتاوى الهندية، كِتَابُ
الْإِجَارَةِ، الْبَابُ الْأَوَّلُ فِي تَفْسِيرِ الْإِجَارَةِ وَرُكْنِهَا
الخ-4/411)
যার সারমর্ম হলো মুতায়াকিদাইন (ক্রেতা,বিক্রেতা) উভয়ের
সন্তুষ্টি শর্ত। এবং লাভের অংশ নির্দিষ্ট হতে হবে।
তবে পোস্টটি ইসলাম, দেশ ও আইন বিরোধী হওয়া যাবেনা। অন্যায় মূলক
ফেসবুক পোস্ট বুস্ট করে দিলে এটা অন্যায়ের সহযোগিতা করা হবে।
,
আর অন্যায় কাজ নিজে করা যেমন বৈধ নয়, তেমনি সহযোগিতা
করাও বৈধ নয়। তাই নিজে এমন পোস্ট করা যেমন
অপরাধ হবে। তেমনি অন্যের ফেসবুক পোস্ট বুস্ট করে দিলেও আপনি গোনাহগার হবেন।
,
আল্লাহ তায়ালা বলেনঃ
وَتَعَاوَنُوا
عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ
ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের
ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা।
{সূরা মায়িদা-২}
,
অন্য এক হাদীসে এসেছে
قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى
شُرُوطِهِمْ
হযরত আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত। রাসূল সা. ইরশাদ করেছেনঃ
মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}
,
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
,
জ্বী হ্যাঁ, এমন কোনো
ইসলামিক ছবি ও হাদীস দিয়ে তা বুস্ট করা যাবে।