আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
31 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
reshown by
আমার একটি প্রস্তাব আসে ছেলেটি নিজেই প্রস্তাব দিয়েছেন।আমার বাবা নেই তাই আমার মা তার  সাথে যোগাযোগ করেন (ফোনে)অনেকবার এবং তার দ্বীনদারিতা সম্পর্কে ধারণা পান।তার চরিত্র সম্পর্কে গোপনে খোজ নেয়া হয়েছে কোন নেগেটিভ কিছু পাওয়া যায় নি।তবে  তার চাকরির ব্যাপারে ঠিক ভাবে বুঝতে পারে নি আমার মা। আবার আমার পরিবারের যাদেরকে দায়িত্ব দেয়া হয়েছিল ছেলের চাকরির ব্যাপারে খোজ নেয়ার তারা কেউ নিতে পান নি সময় পান নি বলে জানিয়েছেন এতে আমার মাও ভাবছেন যেহেতু চাকরির পোস্ট বা বেতন এ ব্যাপারে ঠিক করে জানা যাচ্ছে না এ ব্যাপারে আপাতত স্থগিত করতে চাচ্ছেন ও আরো ভালো চাকরি বা অবস্থার প্রস্তাব এর দিকে যেতে চাচ্ছেন। কিন্তু আমি যখন ইস্তেখারা করি আমি তার ব্যাপারে কোন নেগেটিভ ফিল করি নি কিন্তু এভাবে খোজ নেয়াটা পিছিয়ে যাচ্ছে এ থেকে আমি কি বুঝব যে ফলাফল নেগেটিভ দেখেই কি এভাবে পিছিয়ে যাচ্ছে আর আমার মা বা পরিবারের মানুষও আর আগ্রহ দেখাচ্ছে না?
আর আমি কি শয়তানের ওয়াসওয়াসায় পড়েছি বলে নেগেটিভ কিছু পাচ্ছি না নাকি বুঝতে পারছি না?উল্লেখ্য আমি কোন স্বপ্ন দেখিনি আবার নামাজ দুই একদিন বাদও গেছে এতে আমার ইস্তেখারা আমল সঠিক হয় নি বলে ধরে নিব?

আর বিয়ের ক্ষেত্রে ছেলের   দ্বীনদারিতার পর জমি জমা বা বেতন কতটুকু  উচিত বা কেমন সামন্ঞ্জস্য হওয়া উচিত?

1 Answer

0 votes
by (616,950 points)


ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যখন কারো সামনে কোনো গুরুত্বপূর্ণ বিষয় এসে উপস্থিত হবে।এবং সে সিদ্ধান্ত নিতে পারবে না যে, সে এ বিষয়ে কোন সিদ্ধান্ত নিবে।তাহলে এমন পরিস্থিতে তার জন্য উচিৎ ইস্তেখারা করা তথা ভালো দিক কে অন্বেষণ করা।অবশ্যই ইস্তেখারা, নামাযের মাধ্যমেই করবে। ইস্তেখারার পদ্ধতি সম্পর্কে রাসূলুল্লাহ সাঃ এক হাদীসে বলেন, দুই রা'কাত নামায পড়ে বিশেষ মনোযোগের সাথে (নিম্নে উল্লেখিত) দু'আ পড়বে।তাহলে হয়তো তার মন কোনো এক দিকে ধাবিত হবে,বা সে স্বপ্নযোগে কোনো এক ইশারা পাবে।  এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1472

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যতদিন না, হ্যা বা না, কোনো এক দিকে মন ধাবিত হচ্ছে, ততদিন পর্যন্ত আপনি ইস্তেখারা করতে থাকুন। মন কোনো এক দিকে ধাবিত হওয়ার পূর্ব পর্যন্ত ইস্তেখারা করতেই থাকুন। এতেকরে বিয়ের প্রস্তাব বা আলোচনা পিছিয়ে গেলেও কোনো সমস্যা নেই।

বিয়ের ক্ষেত্রে ছেলের দ্বীনদারিতার পাশাপাশি জমি জমা বা বেতনের দিক দিয়ে সমঞ্জস্যতার বিষয়টাও একটি আলোচ্য বিষয়। তাই অভিভাবকদের সাথে পরামর্শ করে সামনে অগ্রসর হওয়াই কাম্য।

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/87348


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...