১/
১ বছর মেয়াদী মাসিক উত্তোলন - এতে ১ বছরের আগে টাকা তোলা যাবে না, ব্যবসাতে যাই লাভ হয় মাসিক হিসেবে সেই লাভের অংশ দেয়া হবে। লাভের হার আনুমানিক ৮%, অর্থাৎ বছর হিসাব করলে এক লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসের মোট প্রাপ্তি হিসাব করলে ৮০০০ টাকার কাছাকাছি হবে।
২/
১ বছর মেয়াদী বাৎসরিক উত্তোলন - এতে ১ বছরের আগে টাকা তোলা যাবে না, ব্যবসাতে যাই লাভ হয় বছর শেষে সেই লাভের অংশ দেয়া হবে। লাভের হার আনুমানিক ১০%, অর্থাৎ বছর হিসাব করলে এক লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসের মোট প্রাপ্তি হিসাব করলে ১০,০০০ টাকার কাছাকাছি হবে।
৩/
৩ বছর মেয়াদী বাৎসরিক উত্তোলন - এতে ৩ বছরের আগে টাকা তোলা যাবে না, ব্যবসাতে যাই লাভ হয় প্রতি বছর শেষে সেই লাভের অংশ দেয়া হবে। লাভের হার আনুমানিক ১৪%, অর্থাৎ বছর হিসাব করলে এক লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসের মোট প্রাপ্তি হিসাব করলে ১৪,০০০ টাকার কাছাকাছি হবে।
৪/ জমিতে বিনিয়োগ - আমাদের ঢাকা, বগুড়া, চাপাইনবাবগঞ্জ এবং দিনাজপুরে বেশ কয়েকটা জমি কেনা আছে। সেই জমির শেয়ার কিনতে পারেন। এই চুক্তিটা ৫ বছর মেয়াদী হয়ে থাকে।
সবক্ষেত্রেই আমাদের ন্যূনতম বিনিয়োগের পরিমাণ ৫০ হাজার টাকা। জমির শেয়ারের ক্ষেত্রে অবস্থান ভেদে জমির মূল্যে তারতম্য আছে।
উপরোক্ত চুক্তিতে ব্যবসায় বিনিয়োগ করা জায়েয হবে?
এখানে লাভ/লোকসানের কত পার্সেন্ট শেয়ার করবে সেটা উল্লেখ নেই।