আসসালামু আলাইকুম উস্তায।
আজকে স্বপ্নে দেখি আমাদের পাশের বাসায় একজন বিখ্যাত মানুষ এসেছেন (আলেম বা শিক্ষক, প্রাক্টিসিং মুসলিম)
অনেএএএএএক মানুষ উনার কাছে শিখতেছে, কিন্তু কোনো সিকয়েন্স নেই।যেকজন সামনে যেতে পারছে তারা শুনে যা বুঝেছে বাকিরা বুঝতেছেনা। এরপর আমি ভীড় ঠেলে সামনে গিয়েছি খাতা কলম আর মোবাইল নিয়ে। খাতা কলমে ইমপোর্ট্যান্ট পয়েন্ট তুলেছি আর মোবাইলে রেকর্ড করেছি।
এরপর সেখানের বক্তব্য শেষ হলে আমি বলি যে এমন জায়গায় বসেন যেন সকলেই মোটামুটি শুনতে ও লিখতে পারে। আমি চলে এসেছি। এরপর দেখি অন্য একজায়গায় মেয়েরা ভীড় করে আছে শিখার জন্য। আমি খাতা নিয়ে বলি একটা রুমে যেন বসে শিখতে পারি এভাবে তো দাঁড়িয়ে থাকা সম্ভব না। একপর একরুমে এসে হুজুর টেবিলে বসে বাকিরা দাঁড়িয়ে ভীড় করে ফেলছে কোনো জায়গা দাঁড়িয়ে নেই বুঝার মতো। মনে মনে বলেলছিলাম মানুষ এতো রুলস বিহীন হয় কিভাবে! এতোবার বলার পরও সিকুয়েন্স বুঝে না!!
যাইহোক এরপর বসার একটি পাটি সংগ্রহ করে বিছিয়ে দেই। সেখানে সেই হুজুর বসেছেন, আমরা চারদিকে সবাই বসেছি, এরপর আমি খাতা নিয়ে গিয়েছিলাম সে খাতায় লিখতে দিয়েছিলাম, তখন হুজুর মানে সে ব্যক্তি আমার খাতায় লিখে বুঝাচ্ছিল ইমপোর্ট্যান্ট টপিক গুলো। কোন টপিক ছিল সেটা এখন মনে করতে পারছি না।
এ স্বপ্নের ব্যাখ্যা কি হবে উস্তায?