মাস আলা জানার জন্যে প্রশ্ন:
কোন স্ত্রী তার স্বামীকে বলতেছিল, তার স্বামী তাকে তা* দিলে সে অনলাইনে খেজুর বিক্রির ব্যবসা করে জিবিকা নির্বাহ করবে। তার স্বামী তার এ কথায় কোন পাত্তা দিল না এবং কোন উত্তরও দিল না। পরবর্তীতে তার স্বামী তাকে তা* দেয় নি, কিন্ত সে তার স্বামীর কাছে অনলাইনে খেজুর বিক্রির ব্যবসা করার অনুমতি চাইল। তার স্বামী তাকে খেজুর বিক্রি করারা অনুমতি দিল। তাহলে কি কোন সমস্যা হবে?