আসসালামুয়ালাইকুম প্রিয় হুজুর আমি ওসঅসা কোর্সটি কমপ্লিট করেছি তো আমার একটি প্রশ্ন উত্তর পেন্ডিং আছে দোয়া করে সেই প্রশ্নের উত্তর টা একটু তারাতারি দেবেন এবং আমার আর একটি প্রশ্ন আছে তো প্রশ্নতে আসা যাক তো হুজুর প্রশ্ন হলো আমি আর আমার স্ত্রী মোবাইলে কিছু হাঁসির ভিডিও দেখছিলাম তখন একটা কিছু কথার উপর আমার মনে হলো যে আমি যেনো শর্তযুক্ত তালাক দিয়েছি কিন্তু হুজুর শর্তটা দেবার সময় আমি ঠোঁট জিহ্ববা নাইরেছি কিন্তু পরিষ্কার শব্ধ শুনতে পাইনি অস্পষ্ট শব্ধ যা দিয়ে বুঝতে পারছিনা যে কি রকম শর্তযুক্ত তালাক দিয়েছি এবং এই শর্তযুক্ত তালাক পতিত হবার জন্যে জেনোম শর্ত রেখেছি তেমন ধরনের কিছু করেছি কি মনে পড়ছে না গঠনাটা দুদিন আগে ঘটেছে এবং এসময় আমার স্ত্রী আমার একদম কাছে ছিল খুব কাছে এতটা কাছে যে আমি যদি কিছু শব্ধ করে উচ্চারণ করে কিছু কথা বলি আমার স্ত্রী শুনতে পাবে তো হুজুর এটাকে কি উচ্চারণ মুখে উচ্চারণ করা বলে না কি মনে মনে উদিত হোয়া বলে এবং এতে কি তালাক হবে আমি কিছু বুঝতে পারছিনা আমি কি বলেছি কি বলতেচেছি এবং বলে সেই মতো কিছু করেছি কি আমার মনে পড়ছে না তো পুরো পুরি নিশ্চিৎ না হলে কি তালাক হয় আমার স্ত্রীর সঙ্গে আমার কোনো ঝগড়া নেই আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে আমি ও আমার স্ত্রীর সাথে খুব ভালো আছি আমার স্ত্রীকে তালাক দেবার কোনো নিয়ত আমার অন্তরে নেই দোয়া করে জানাবেন প্লিজ