আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
105 views
in ওয়াসওয়াসা by (3 points)
আসসালামুয়ালাইকুম প্রিয় হুজুর আমি ওসঅসা কোর্সটি কমপ্লিট করেছি তো আমার একটি প্রশ্ন উত্তর পেন্ডিং আছে দোয়া করে সেই প্রশ্নের উত্তর টা একটু তারাতারি দেবেন এবং আমার আর একটি প্রশ্ন আছে তো প্রশ্নতে আসা যাক তো হুজুর প্রশ্ন হলো আমি আর আমার স্ত্রী মোবাইলে কিছু হাঁসির ভিডিও দেখছিলাম তখন একটা কিছু কথার উপর আমার মনে হলো যে আমি যেনো শর্তযুক্ত তালাক দিয়েছি কিন্তু হুজুর শর্তটা দেবার সময় আমি ঠোঁট জিহ্ববা নাইরেছি কিন্তু পরিষ্কার শব্ধ শুনতে পাইনি অস্পষ্ট শব্ধ যা দিয়ে বুঝতে পারছিনা যে কি রকম শর্তযুক্ত তালাক দিয়েছি এবং এই শর্তযুক্ত তালাক পতিত হবার জন্যে জেনোম শর্ত রেখেছি তেমন ধরনের কিছু করেছি কি মনে পড়ছে না গঠনাটা দুদিন আগে ঘটেছে এবং এসময় আমার স্ত্রী আমার একদম কাছে ছিল খুব কাছে এতটা কাছে যে আমি যদি কিছু শব্ধ করে উচ্চারণ করে কিছু কথা বলি আমার স্ত্রী শুনতে পাবে তো হুজুর এটাকে কি উচ্চারণ মুখে উচ্চারণ করা বলে না কি মনে মনে উদিত হোয়া বলে এবং এতে কি তালাক হবে আমি কিছু বুঝতে পারছিনা আমি কি বলেছি কি বলতেচেছি এবং বলে সেই মতো কিছু করেছি কি আমার মনে পড়ছে না তো পুরো পুরি নিশ্চিৎ না হলে কি তালাক হয় আমার স্ত্রীর সঙ্গে আমার কোনো ঝগড়া নেই আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে আমি ও আমার স্ত্রীর সাথে খুব ভালো আছি আমার স্ত্রীকে তালাক দেবার কোনো নিয়ত আমার অন্তরে নেই দোয়া করে জানাবেন প্লিজ

1 Answer

0 votes
by (620,220 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

তালাক শব্দ। এটি খুবই মারাত্মক একটি শব্দ। নিকৃষ্ট হালাল বলা হয়েছে হাদীসে। 

হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدٍ، عَنْ مُعَرِّفِ بْنِ وَاصِلٍ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " أَبْغَضُ الْحَلاَلِ إِلَى اللَّهِ تَعَالَى الطَّلاَقُ " .

কাসীর  ইবন  উবায়দ .......... ইবন  উমার  (রাঃ)  নবী  করীম  সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  হতে  বর্ণনা  করেছেন যে,  আল্লাহ্  তা‘আলার  নিকট  নিকৃষ্টতম  হালাল বস্তু  হল  তালাক।

(আবূ দাউদ ২১৭৮, ইরওয়া ২০৪০, যইফ আবু দাউদ ৩৭৩-৩৭৪, আর-রাদ্দু আলাল বালীক ১১৩।) 

শরীয়তের বিধান হলো সন্দেহের ভিত্তিতে কোনো তালাক পতিত হয়না।  

قال العلامۃ الحموی: فحلفہ باطل ای فلا شییٔ علیہ قیل اما الطلاق والعتاق فانہما لا یقعان بالشک۔ (غمز عیون البصائر علی الاشباہ ۱:۱۹۸ القاعدۃ الثالثۃ)
সারমর্মঃ  
তালাক এবং গোলাম আযাদ,এ দুটি বিষয় সন্দেহের ভিত্তিতে পতিত হয়না।  

আরো জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নের বিবরণ মতে এক্ষেত্রে তালাক হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (3 points)
এবং হুজুর হয়তো আমি কোনো শর্তযুক্ত তালাক দিয়েছি এবং সেটা হয়তো তালাক পতিত হয়েছে কিন্তু আমার আর মনে নেই যে আমি কি শর্তযুক্ত তালাক দিয়েছি তো ভুলে যাবার জন্য বা মনে না করতে পাড়ার জন্য কি সেই শর্তযুক্ত তালাক পতিত হয় দোয়া করে জানাবেন প্লিজ 
by (620,220 points)
ওয়াসওয়াসা জনিত প্রশ্নের জবাব দেয়া হবেনা।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 96 views
...