আসসালামুআলাইকুম,
বিয়ের সময় ছেলেকে কবুল বলতে বললে, সে কবুল বলে,কিন্ত তাকে আবার কবুল বলতে বললে ছেলে মনে মনে এমন নিয়ত করে অর্থাৎ মনে মনে সে বলে আমি প্রথমে যে কবুল বলেছি,সেটা বাতিল ,এরকম নিয়ত মনে মনে করে সে দ্বিতীয়বার কবুল বলেছে।
(প্রশ্ন ) সে মনে মনে এমন নিয়ত করে দ্বিতীয়বার কবুল বলার কারনে সে প্রথমে যে কবুল বলেছিল সেটা কি বাতিল হবে?অর্থাৎ প্রথমবারের কবুল বলাটা বাতিল হয়ে কি দ্বিতীয়বারের কবুল বলাটা গ্রহণযোগ্য হবে?
দয়া করে জানাবেন
------------------------------------
-----------------------------------
-------------------------------------
------------------------------------