ডিভোর্স লেটারে লিখা আছে এমন,...এর আমার সাথে বৈবাহিক সম্পর্ক চিরতরে ছিন্ন করে "এক তালাক” “দুই তালাক” ও “তিন তালাক” প্রদান পূর্বক তাকে "বাইন তালাক" প্রদান করলাম।
অদ্য হতে উক্ত আমার কোন বৈধ স্বামী নয়। আমিও তার স্ত্রী নই। কেউ কাউকে স্বামী-স্ত্রী হিসাবে দাবী করলে তা আইনতঃ অগ্রাহ্য বলে বিবেচিত হবে।