জবাবঃ-
বিসমিহি তা'আলা
যদি ঘরে গায়রে মাহরাম তথা চাচাত ভাই,খালাত ভাই, মামাত ভাইর আসা যাওয়া থাকে তবে ঘরের ভিতরও নারীদেরকে মাথা ঢেকে রাখতে হবে।কিন্তু যদি ঘরে শুধুমাত্র স্বামী এবং মাহরাম লোকদের আসা-যাওয়া থাকে তবে মাথা খোলা রাখারও সুযোগ রয়েছে।(রদ্দুল মুহতার-৯/৫২৪)
কিন্তু সতর্কতা হল,ঘরের ভিতরও মাথাকে সর্বদা ঢেকে রাখা।কেননা যদি ঘরে মাথাকে খোলা রাখা হয় তাহলে বেখেয়ালি সৃষ্টি হয়ে যায়, যা ভবিষ্যতে মাহরাম-গায়রে মাহরামের পার্থক্য কে বিদায় করে দিতে পারে।
কিতাবুল-ফাতাওয়া-৬/৯৯
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.
পরিচালক
ইসলামিক রিচার্স কাউন্সিল বাংলাদেশ