السلام عليكم و رحمة الله و بركاته
১)আত্মীয়ের কেউ ব্যাংকে জব করলে মাঝে মধ্যে এটা ওটা রান্না করে পাঠান, আবার বাসায় আসলেও এটা ওটা নিয়ে আসেন। এগুলো কি করবো? খাবো নাকি ফেলে দিবো নাকি কাউকে সাদাকা করে দিবো? আর তাদের বাসায় গেলেও এটা ওটা খেতে দেন জোর করেন সেগুলো কিভাবে এড়িয়ে যাবো?বা এর সমাধান কি? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবো কিভাবে।তারা শশুর, ননাস তো এতো কাছের যে না গিয়েও উপায় নেই!!ননাস এবং আমরা একই বাসায় থাকি মানে আমরা ৬ তলায় তারা ৪ তো সেই হিসেবে আসা যাওয়া অধিক হয়। বাসাও হুট করে ছাড়া পসিবল না। এখন এর সমাধান কী?
*ওই বাসার পানি কি খাওয়া যাবে?
২)আমি আর আমার হাসবেন্ড ঢাকায় থাকি,,,, হাসবেন্ড থাকাকালীন কি মহিলা মাদ্রাসায় আবাসিক থেকে হিফজ পড়া জায়েজ হবে?
৩) আমরা হায়েযের সময় যে কাপড়গুলো ব্যবহার করি সেগুলো যদি আমার ছোট ভাই (তার বয়স ১৫ বছর) দেখে তাহলে কি সমস্যা হবে? আমরা বাথরুম যেটার মধ্যে কাপড়গুলো শুকানোর জন্য রাখি, সেখানে আমার ভাই সাধারণত যায় না। কিন্তু যখন কেউ বাথরুম যেটাতে সে যায় সেখানে অন্যকেউ থাকে তখন বাথরুম আমরা যেটা ইউজ করি সেটাতে যায়। তখন দেখে ফেলে।