১)আইসক্রিম, চকলেট এসব তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
এসব খাওয়া কি তাহলে গুনাহের কাজ?
২)রক্ত দেওয়া কি জায়েজ??
৩)ধরুন,কেউ শুধু জান্নাত লাভের আশায় ইবাদাত করে।আল্লাহর সন্তুষ্টি অর্জনের কোন আশা করে না।
এখন সে বিয়ে করল
সে তার বউ কে ভালোবাসে খুব।
তো সে চায় তার স্ত্রী প্রতি সন্তুষ্ট থাকুক।
এখন তার মনে হইল,সে আল্লাহর সন্তুষ্টি চাচ্ছে না কিন্তু স্ত্রীর সন্তুষ্টি চাচ্ছে এতে হয়তো গুনাহ বা শিরক হবে।
তাই সে এখন ইবাদাতের সময় জান্নাতের আশার পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি ও আশা করে।
মানে তার মনে ইচ্ছা আসে না আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় ইবাদাত করতে।
কিন্তু যেহেতু সে তার স্ত্রীর সন্তুষ্টি চায়,আর এমন যেন না হয় যে সে আল্লাহর সন্তুষ্টির চেয়ে অন্য কারও সন্তুষ্টি বেশি চাচ্ছে,তাই সে জোর করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশা করতে চেষ্টা করে ইবাদতের সময়।
তো এই ব্যাক্তি কি মুশরিক হিসেবে গন্য হবে??
সে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত পাবে বলে ধারণা করা যায়?
৪)কেউ যদি কোন মানুষকে খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশা ছেড়ে দিয়ে শুধু জান্নাত লাভের আশায় ইবাদাত করে সারাজীবন, এতে শিরক হবে??
সে কি জান্নাত পাবে বলে ধারণা করা যায়??