আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
27 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (60 points)

আসসালামু আলাইকুম 

১/ Ei matro 4:24am er dike ekta shopno dekhe ghum venge gelo.. Shopno ta chilo ekta biral oi biral ta ke ador kortesilam hothat biral ta aggressive hoye amr 2 payer pata te achor dise.. And ami mukhe la ilaha illallah portesilam.. Biral ta amr paye khamchi diye chole jawar por dekhlam amr 2 payer pata te arbi dekha... Ek payer pata te ki chilo porte pari nai kintu arek payer pata te chilo la ilaha illallah.. Oita ekta choto biral er baccha chilo ar or achor gula green colour chilo.Ami 6 ta biral pali ei mashe 3 ta biral mara gese.Ei shopner ekta bhalo bekkha chacchi. Nustat ২

২/ আসসালামু আলাইকুম
আমার স্বামীর মা আমার স্বামীর ইনকাম এর টাকা তার মেয়ে কে গোপনে দিয়ে দেই এটা আমি জানতে পেরেছি তো আমার স্বামী তার মা বাবার খরচ দেই মাসে ৫ হাজার টাকা এখন সবই তার মেয়ে কে দিয়ে দেই এখন যদি আমি আমার স্বামী কে তাদের খরচের টাকা থেকে বেশি টাকা চাইলে সেটা যদি আমি দিতে বারণ করি তাহলে কি আমার গুনহা হবে?
আমার শাশুড়ি টাকার খুবই লোভ আমার স্বামী তাঁদের সব খরচা দেই তাও বলে যে কিচ্ছু দেইনা অনেক কথা শোনায় গাল দেই আমাকেই গাল দেই অভিশাপ দেয় এখন আমার করণীয় কী?) ltz-2

৩/ আসসালামু আলাইকুম আপু
নফল নামাজ মানে চাশতের,তাহাজ্জুদ ও ইশরাক নামাজে সুরা ফাতেহার পর কি সুরা দিয়ে পড়া উওম?
Fahmida 1

৪/ Assalamualaikum wa rahmatullahi wa barakatuh...Zakat er poriborte gold dewa jabe apu? Mane kawke jodi ami 5k zakat hisebe dibo oi tk ta na diye ki oi tk hisebe jototuku gold kena jai tototuku dewa jabe? Mot kotha zakat er tk na diye gold dewa jabe kina?
Rodoshee 2

1 Answer

0 votes
by (616,950 points)


ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَال: (الرُّؤْيَا ثَلاثٌ : فَبُشْرَى مِنَ اللَّهِ ، وَحَدِيثُ النَّفْسِ ، وَتَخْوِيفٌ مِنَ الشَّيْطَانِ فَإِنْ رَأَى أَحَدُكُمْ رُؤْيَا تُعْجِبُهُ فَلْيَقُصَّ إِنْ شَاءَ وَإِنْ رَأَى شَيْئًا يَكْرَهُهُ فَلا يَقُصَّهُ عَلَى أَحَدٍ وَلْيَقُمْ يُصَلِّي )
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ স্বপ্ন তিনি প্রকার। (১) আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, (২) বান্দার মনের খেয়াল এবং (৩)শয়তানের পক্ষ থেকে ভীতি প্রদর্শনমূলক কিছু। অতএব তোমাদের কেউ পছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে তা ইচ্ছা করলে অপরের কাছে ব্যক্ত করতে পারে। আর সে অপছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে যেন তা ব্যক্ত না করে এবং উঠে নামায পড়ে।( সহীহ বুখারী-৭০১৭) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/734

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী /বোন!
কিছু লোক আপনার সাথে শত্রুতা করবে, তবে বেশ বড় কোনো ক্ষতি করতে পারবে না। দুর্বল ষড়যন্ত্র করতে পারে। আল্লাহ হেফাজতের মালিক।

(২)
ছেলে তার মাকে দিচ্ছে, এখানে আপনি ছেলের বউ হয়ে নাক গলাতে না যাওয়াই উত্তম।

(৩)
চাশতের,তাহাজ্জুদ ও ইশরাক নামাযের সবকটি রাকাতে সূরায়ে ফাতেহার পর সূরা মিলানো ওয়াজিব।

(৪) জ্বী, টাকা না দিয়ে স্বর্ণ দ্বারাও যাকাত আদায় করা যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...