আসসালামু আলাইকুম
আমি নামাজ পড়ার সময় উচ্চারণ শুদ্ধভাবে করার জন্য ক্বিরাত জোরে পড়ে ফেলি,আস্তে পড়লে মনে হয়, আমার উচ্চারন শুদ্ধ হচ্ছে না, বিশেষ করে কিছু হরফ উচ্চারন শুদ্ধ করার জন্য জোরে পড়ে ফেলি৷ আমি তাজউইদ শিখতেছি, আলহামদুলিল্লাহ্,যেসব হরফ আস্তে পড়লে মনে হয় শুদ্ধ হচ্ছে না,তখন বিশেষ করে জোরে পড়া হয়,,এ অবস্থায় আমি কি করবো, আস্তে পড়লে আমার মনে হয় কিছু হরফ সঠিকভাবে হয়নি, ক্বিরাত ছাড়াও অন্যান্য ক্ষেত্রেও এমন হয়, যেমন রুকু সিজদার তাসবীহ বা অন্য বিষয় গুলোতে,এর জন্য কি আমি নামাজ শেষে সাহু সিজদা দিবো?