আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
58 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (48 points)
১।হিন্দু ধর্মের বিষয় মাইকে বাজতে ছিলো তখন আমি গালি দেই ভোদান্দু লাথিন্দু পিছনে একজন ছিলো সে হিন্দু ধর্মের কিনা জানিনা শুনছে কি না জানি না তাকে চিনিনা এখন আল্লাহ পাক এর কাছে মাফ চাইলে হবে?
২।যদি কোনো দোকানদার তাদের দোকানের সামনে দিয়ে গেলে তারা কেনার জন্য এমন দরা ধরে আর আমরা যদি বলি তাদের লজ্জা নাই তাদের গীবত করা হয়েছে কি বা হক নষ্ট করা  হবে কি তারা মনে হয় না আমাদের কে চিনে বাজারের দোকান তো তাদের কাছে মাফ চাইতে হবে কি?

৩।আমি নেশাগ্রস্ত অবস্থায় আমার সালার বউয়ের রুমে যাই খারাপ কাজ করতে। সে আমাকে বলছে চলে যেতে  আমি বেড়িয়ে যাই তাকে কিছু করিনি। সে অনেকের কাছে বলে দেয় পরে তার কাছে মাফ চাই সে বলছে বাবা মার কাছে মাফ চাইতে কার বাবা মার কথা বলছে আমি বুঝতে পারিনাই। তার রুমে যাওয়ার আগে তার মোবাইল ফোন হ্যাক করে রাখছিলাম সে পরকিয়া করে কিনা দেখার জন্য যাতে করে তাকে ব্ল্যাকমেইল করতে পারি।সে আমার কথা সবার কাছে বলার পর অনেকদিন তাকে মনিটরিং করি।  সে এখনো জানেনা তার মোবাইল ফোন হ্যাকড হয়েছিলো। হ্যাকড করে তার মোবাইল ফোন এর ক্যামেরা দিয়ে তার কিছু ছবি তুলি উরনা ছাড়া। আরও অনেক কে দেখি কথা শুনছি তাদের। কেউই জানেনা যে আমি তাদের কে দেখছি তাদের কথা শুনছি ।পরে আল্লাহ পাক এর ভয়ে সব ছবি ডিলেট করে দিয়ে তাকে আর মনিটরিং করি না। নিচে এই বিষয়ে কয়েকটি প্রশ্ন।
(ক)তাদের  কাছে মাফ চাইতে হবে কি তারা তো জানেনা মাফ চাইতে গেলে যদি জিজ্ঞেস করে কেনো যদি জামেলা করে না চেয়ে আল্লাহ পাক এর কাছে মাফ চাইলে হবে

(খ)৫ মাস আগের ঘটনা তো এখন একটু সাভাবিক হয়ে গেছে এখন কারও কাছে মাফ চাইতে গেলে যদি সে ঝামেলা করে এই ভয় হয়।শুধু আল্লাহ পাক এর কাছে খাস দিলে তওবা করলে কি মাফ হবেনা?

1 Answer

0 votes
by (632,910 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,তিনি বলেন,
ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢ : َ ( ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﺗَﺠَﺎﻭَﺯَ ﻟِﻲ ﻋَﻦْ ﺃُﻣَّﺘِﻲ ﻣَﺎ ﻭَﺳْﻮَﺳَﺖْ ﺑِﻪِ ﺻُﺪُﻭﺭُﻫَﺎ ﻣَﺎ ﻟَﻢْ ﺗَﻌْﻤَﻞْ ﺃَﻭْ ﺗَﻜَﻠَّﻢ
রাসূলুল্লাহ সাঃ বলেছেন,নিশ্চয় আল্লাহ তা'আলা আমার খাতিরে আমার উম্মতের অন্তরে চলে আসা ওয়াসওয়াসা(শয়তানি প্ররোচনা) বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ/শাস্তি প্রদাণ করবেন না।যতক্ষণ না সে কথা বা কাজের মাধ্যমে সেটাকে বাস্তব রূপ দিচ্ছে। (সহীহ বোখারী-২৩৬১,সহীহ মুসলিম-১২৭)

তালাকের ওয়াসওয়াসা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/835

ওয়াসওয়াসা সম্পর্কে জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3318


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) এক্ষেত্রে আল্লাহ পাক এর কাছে মাফ চাইকে হবে না। তবে এভাবে হিন্দুদেরকে গালাগাল করা ঠিক না। 

(২) আল্লাহর কাছে শুধুমাত্র ক্ষমা চাইলেই হবে।

(৩)
(ক)তাদের  কাছে মাফ চাইতে হবে না।বরং শুধুমাত্র আল্লাহর কাছে মাফ চাইলেই হবে। 

(খ) শুধু আল্লাহ পাক এর কাছে খাস দিলে তওবা করলেই হবে। মাফ হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...