উস্তায জী, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
উস্তায, আমার সহধর্মিণীর কন্সিভের ৫ মাস রানিং। উস্তায, আমার প্রশ্ন হলো, ৫ম মাস রানিং অবস্থায় কি স্তন থেকে দুধ কি নিঃসৃত হয়? আমি স্তন চোষাকালে খেয়াল করি এক প্রকার ফ্লুইড আমার মুখে চলে যায় যা মিষ্টি স্বাদযুক্ত। প্রাথমিক অবস্থায় ভুলে আমার মুখে চলে যায় বাট পরবর্তীতে আমি থু থু দিয়ে ফেলে দি। এখন এটা কি দুধ হিসেবে গণ্য হবে নাকি অন্যকিছু? এমতাবস্থায় আমি ভুলবশত খেয়ে ফেলছি এর জন্যে কি গুনাহগার হবো? উস্তায জী একটু জানাইলে উপকৃত হতাম। জাযাকুমুল্লাহু খইরন