আসসালামু আলাইকুম। আজকে স্বপ্ন দেখি অনেক পানি। বর্ষায় যেমন নিচু জমিতে পানি উঠে ওইরকম পানি বেড়ে নদীর মত হয়ে আছে।কিন্তু বাড়িঘর বা কিছু ডুবে গেছে এরকম ক্ষতির বন্যা না। পরিস্কার পানি। নৌকা আছে দুই একটা। নৌকা গুলোতে মানুষ বসা।ঘুরছে তারা।আমি আর আমার মা নৌকায় ছিলাম নাকি উচু মাটিতে বসে ছিলাম মনে নেই।আমরা সহ সবাই খুশি খুশি।আমরা দুইজন গল্প করছিলাম।আমার এক খালুর কথা বলছিলো মা,যে উনি অনেক কষ্ট করেছেন, অন্যের বাসায় কাজ করে বড় হয়েছেন।কিন্তু বাস্তবে এরকম কিছুনা।উনি কারও বাসায় কাজ করেননি কখনো,শিক্ষিত মানুষ। স্বপ্নে এরকম পরিস্কার পানি দেখার ব্যাখ্যা জানতে চাই। স্বপ্নটা পুরোপুরি মনে নেই।মোটাদাগের বিষয়গুলো বাদে বাকিগুলো আবছা আবছা মনে আছে।