আমার ৩মাস যাবৎ ওভারিয়ান সিস্ট এর কারণে পিরিয়ডে কোনো ব্লাড যেতো না,, পিরিয়ডের সময়গুলোতে শুধু সাদা স্রাবের সাথে হালকা লাল দেখা যেতো (৩মাস যাবৎ ঔষধ খাচ্ছি)। এই মাসেও আগের মতোই স্রাবের সাথে হালকা লাল ব্লাড যায়,,, যখন শেষ হলো বুঝতে পেরে নামাজ পড়া শুরু করি (বিঃদ্রঃ এই মাস থেকে মেডিসিন নেওয়া বন্ধ করেছি) নামাজ শুরু করার ৩/৪ দিন পর আবার পিরিয়ড হয় মানে ব্লাড যাওয়া শুরু হয়। এখনো আমার প্যাড নিতে হয় নি ১/২ ফোঁটা করে ব্লাড যাচ্ছে! এই অবস্থায় কী আমার নামাজ পড়া উচিত?