আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ্ সম্মানিত উস্তাজ।
একজন মেয়ে তার বিয়ে হয় কয়েকমাস আগে তো মেয়েটিকে বিয়ের সময় প্রতারনা করতে বাধ্য করা হয়।সে এক চোখে প্রায় না দেখার মতো দেখা সেটা এবং তার বাবার চাকরির বিষয় মিথ্যা বলা হয়, মেয়েটি ২ টা অন্যায়েই বাধা দেয়ার চেষ্টা করেছিল করেছিল কিন্তু পারেনি,কিন্তু এটা নিয়ে সে অনেক কানাকাটি করত ডিপ্রেশনে চলে গিয়ছিল তার নিজেকে অপরাী লাগ আর মনে হয় যে তার মনও হয়তো ঔ প্রতারনার গুনাহটার দিকে ধাবিত হয়েছিল,প্রশ্ন হলো এই মেয়েটিকি গুনাহগার হবে উল্লেখ্য কারনে?
বিয়ের পর থেকে মেয়েটির অনেক কিছু সহ্য করতে হয় পর্দা নিয়ে,আবার মেয়েটির স্বামী এমনিতে অনেক ভালোবাসে বাট মানসিকভাবে কষ্ট দেয়,এমন আদেশ করে যেগুলো পালন করা মেয়েটির পক্ষে খুবই কষ্টকর হয়ে যায়,
মেয়েটির নানা অসুস্থ ছিল দেখতে যেতে দেয়নি
অনলাইন মাদ্রাসয় নাজেরা পড়ত সেটা বন্ধ করে দেয়া হয়েছে, বান্ধবির সাথে কথা বলতে দেয়না তার নাম্বার বল্ক করে দিয়েছে, ফোনে এমবি মিনিট কিছু দেয়না কাউকে ফোনও দিতে পারেনা,আবার মেয়েটার আম্মু ফোন দিলেও অনেক সময় রাগারাগি করে কল ধরতে বারন করে (আম্মু দিনে কয়েকবার কল দিলে) কিন্তু মেয়েটি শোনেনি,অনেক সময় রাগারাগি করে ফোন আছাড় দিবে,সিম পাল্লটে দিবে হুমকি ধামকি দেয়,মেয়েটি আম্মু আব্বুকে বারবার নালিশ দেয়া হয় যে তাদের মেয়ের জামাইর সাথে কথা বলি না এগুলো আরো অনেক কিছু বলা হয় তো আম্মু একদিন ঐমেয়ের জামাই কে রাগ করছে।পর্দা করা নিয়ে অনেক কথা শোনানো হয় এমনকি পাড়ার মানুষও এসে নানান কথা বলে।অনেক সময়ই মেয়েটার ইচ্ছার কোনো মূল্যই দেয়া হয় না,স্বামী চায় মেয়েটা তার কথামতো চলুক কিন্তু মেয়েটা চায় যে তার মতামতের গুরুত্ব দেয় হোক,কোমল ব্যাবহার করা হোক ইত্যাদি। মেয়েটি আবার মানসিক রোগ ওসিডিতে আক্রান্ত।।
মেয়েটি দ্বীনি ইলম শিখতে চায় অফলাইন(উস্তাজা বা মাদ্রাসা) নেই তাই অনলাইনে করে সেখানেও বাধা দেয়া হয়।
মেয়েটির মায়ের সাথে কথা বলেনা জামাই,আবার আব্বুর সাথেও কতা বলেনাই মেয়েটি অনেক বোঝানোর চেষ্টা করেছে কিন্তু বোঝাতে গেলে নিজেরই খারাপ লাগে কষ্ট দিয়ে ফেললে,গীবত এর ভয়ে বলতে পারেনা আবার বেয়াদবির ভয়ে প্রতিবাদও করতে পারে না আরো অনেক সমস্যা রয়েছে এমন।মেয়েটি ইদানিং মাঝে মাঝে ঐ ছেলেটাকে সহ্য করতে পারেনা,রাগ হয় আর অনেক কষ্ট হয়,মেয়েটার মনে চিন্তা আসে আমাকে কষ্ট না দিয়ে আম্মুর কাছে দিয়ে আসুক অন্যন্য চিন্তা।আবার স্বামী পরিবার দ্বীনদার ও না এই নিয়েও অনেক সমস্যা হয়, এখন মেয়েটি করনীয় কি?
দুয়া ওচেষ্টা চলমান আর মেয়েটি ওসিডিতে আক্রান্ত।জাঝাকাল্লহু খইর