আসসালামু আলাইকুম।
কারো হায়েয যদি কোনো মাসে ৬ দিন, কোনো মাসে ৭ দিন, কোনো মাসে ৮ দিন, এভাবে একেক মাসে একেক সময়সীমা পর্যন্ত হায়েয থাকে, তাহলে তার জন্য কতদিন হায়েয ধরতে হবে? উল্লেখ্য, লাল ও হলুদ স্রাব সম্পূর্ণ বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করা হয়। তবু একেক মাসে একেক হিসাব হয়ে যায়। এক্ষেত্রে কতদিন পর হতে নামাজ, রোজা ও সহবাস করা যাবে?