السلام عليكم و رحمة الله و بركاته
উস্তাদ আমি মেডিকেলে পড়ি,
আমি চাকরি করতে চাইনা, আমার বাবা মায়ের অনেক স্বপ্ন আমাকে নিয়ে যে আমি অনেক বড় ডাক্তার হবো।
আমি জানি সহশিক্ষা হারাম, বাড়িতে জানানোর সাহস হচ্ছে না।
আমাকে সফর দুরুত্ব অতিক্রম করে মাহরাম ছাড়া যাতায়াত করতে হয়,
একজন মেয়ে হিসাবে কিভাবে এপ্রোচ নেয়া উচিত আমার?
একজন মেয়ে দ্বীন মেনে চলতে চাইলে কি তার মেডিকেলে প্রাকটিস করার সুযোগ আছে?
আর সহশিক্ষা ছাড়তে চাইলে কিভাবে এপ্রোচ নেয়া উচিত?
আমি সহশিক্ষার এই পরিবেশেটা আর নিতে পারছি না,
এখানে দৃষ্টি হেফাজত করা যায় না,
নামাজে খুশুখুজু নেই,
একজন মেয়ে হয়ে এত প্রেসার নিতে চাইনা আমি,
হারাম পরিবেশে থেকে একজন উত্তম মা বা স্ত্রী হওয়া কি সম্ভব?