আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
32 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (5 points)
(প্রশ্ন আগে পাঠিয়েছিলাম,একটু সংশোধিত করার প্রয়োজন ছিল।প্লিজ উত্তর দিবেন হুজুর)

আসসালামু আলাইকুম
স্বামী স্ত্রীকে ফোনে বলে আমাকে তালাক দিলে, আমার তোমাকে টাকা দিতে হবে না।তুমি চাইলে আমাকে তালাক দিতে পারো। এর জবাবে স্ত্রী বলে, আচ্ছা, টাকা লাগবে না আমার, আমাকে ছেড়ে দেন,মুক্তি দেন।এখানে, স্বামী অভিমান করে তালাকের নিয়ম বুঝাতে গিয়ে এমন বলে ফেলেছে।স্ত্রী তালাক দিক এটা সে চায় না।

এমতাবস্থায়,

১)স্ত্রীর এমন জবাবে(আমার টাকা লাগবে না,আমাকে ছেড়ে দেন, মুক্তি দেন) তালাক কি হয়ে গেছে? হলে কয় তালাক হয়েছে?

২)এখানে স্ত্রী তালাকের অধিকার পেলে সেটা কি আজীবনের জন্য?নাকি ওই মজলিস এর জন্য?

৩)এক তালাক হলে, উক্ত কথার পর যদি স্বামী স্ত্রী ২ মাস আলাদা থাকে,তাহলে কি পুনরায় বিবাহ পড়াতে হবে?

1 Answer

0 votes
by (616,950 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
খুলা তালাকের জন্য স্বামী স্ত্রী পরস্পর সম্মতি প্রয়োজন। খুলা তালাকের জন্য 'তালাক' শব্দ উচ্ছারণের কোনো প্রয়োজনীয়তা নাই। বরং খুলা শব্দ উচ্ছারণ করার দ্বারাও খুলা তালাক সংগঠিত হবে।

لما في البدائع الصنائع:
"وأما ركنه فهو الإيجاب والقبول ؛ لأنه عقد على الطلاق بعوض، فلا تقع الفرقة ولا يستحق العوض بدون القبول."(کتاب الطلاق، فصل وأماالذي یرجع الی المرأۃ، 145/3، ط: دارالكتب العلمية)

وفي الفتاوٰی الشامية :
"فقالت: خلعت نفسي بكذا، ففي ظاهر الرواية: لايتم الخلع ما لم يقبل بعده." (کتاب الطلاق، باب الخلع، 440/3، ط: سعید)

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/280


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
স্বামী স্ত্রীকে ফোনে বলে আমাকে তালাক দিলে, আমার তোমাকে টাকা দিতে হবে না।তুমি চাইলে আমাকে তালাক দিতে পারো। এর জবাবে স্ত্রী বলে, আচ্ছা, টাকা লাগবে না আমার, আমাকে ছেড়ে দেন,মুক্তি দেন।

এখানে স্ত্রীর এমন জবাব (আমার টাকা লাগবে না,আমাকে ছেড়ে দেন, মুক্তি দেন) এর পর যেহেতু স্বামী আর কিছু বলেনি, তাই তালাক হয়নি।  

(২) এখানে স্ত্রী সাময়িক তালাকের অধিকার পাবে। এই অধিকার  মজলিস পর্যন্ত সীমাবদ্ধ থাকবে।

(৩) এখানে তালাক হবে না। যদি হত তাহলে এত তালাকই হতো। কিন্তু প্রশ্নের বিবরনমতে কোনো তালাকই হয়নি।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...