আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করি। কোম্পানির মূল কাজ হল বিদ্যুৎ উৎপাদন। বিদ্যুত বিক্রয়ের পাশাপাশি কোম্পানির কিছু টাকা বিভিন্ন ব্যাংকে FDR করে রাখা আছে যা থেকেও কিছু Interest কোম্পানির আয়ে যুক্ত হয়। কোম্পানি যা প্রফিট করে তার একটা অংশ কর্মকর্তা-কর্মচারীরা পাওয়ার কথা। তো কর্মকর্তা কর্মচারীরাদের অংশের ২/৩ অংশ প্রতি বছর বিতরণ করা হয়, ১/৩ অংশ আবার ব্যাংকে রেখে সেখান থেকে প্রাপ্ত Interest সহ কয়েক বছরের টাকা একেবারে বিতরণ করা হয়েছে। আমার প্রশ্ন হল এই যে দুই ধাপে Interest পাওয়া গেল এই টাকার হুকুম কি হবে?
উদাহরণ হিসেবে যদি বলি, ধরি কোম্পানির মোট আয় ২০,০০,০০০ (বিশ লাখ) টাকা, এর মধ্যে FDR থেকে প্রাপ্ত Interest ১০,০০০ (দশ হাজার) টাকা। কোম্পানির ব্যয় ১৯,৯৯,১০০/- বাদ দিয়ে প্রফিট হিসাব করে পাওয়া গেল ৯০০ টাকা। এর মধ্যে ১০ শতাংশ অর্থাত ৯০ টাকা কর্মকর্তারা পাবে। সহজ করে ধরলে (৩জন কর্মকর্তা ধরে) কর্মকর্তারা জনপ্রতি ৩০ টাকা পাওয়ার কথা। তার মধ্যে ২০ টাকা দিয়ে দেয়া হল। বাকি ১০ টাকা আবার ব্যাংকে রাখা হল। এই ১০ টাকায় আবার ২ টাকা Interest যুক্ত হল। এই ১২ টাকা আবার কর্মকর্তাকে দিয়ে দেয়া হল। আমার প্রশ্ন হল এই যে জনপ্রতি ৩২ টাকা পাওয়া গেল এই টাকার হুকুম কি? এখান থেকে কোন টাকা বের (দান) করে দিতে হবে কিনা, দিলে কত টাকা দিতে হবে?
বি:দ্র: এই টাকার সাথে বেতনের কোন সম্পর্ক নেই।