السلام عليكم ورحمة الله وبركاته
بِسْمِ ٱللَّٰهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
১/ নামাজ পড়ার আগে কি সূরা নির্ধারণ করে রাখতে হবে? আর যদি নির্ধারণ করতে হয়, না জানার কারনে যদি নির্ধারণ করা না হয়, তাহলে কি নামাজ আদায় হবে?
২/ সূরা মিলানো : সূরা ফিল পরলে পরের সূরা গুলো কি সিরিয়াল ভাবে পড়তে হবে? যেমন: ফিল এর পর- কোরাইশ, তার পর- মাউন, তারপর- কাউছার এভাবে? নাকি, ফিল এর পর যে সূরাগুলো আছে ওখান থেকে ইচ্ছেমতো পড়া যাবে। যেমন: ফিল এর পর- ইখলাস, অথবা কাউছার, অথবা নাস ইত্যাদি।
জাযাকাল্লাহ খাইরান।