আসসালামুয়ালাইকুম পিয় হুজুর আমার একটি জটিল প্রশ্ন যার পয়েন্ট হলো তিনটি দোয়া করে ভালো করে পড়ে উত্তর দেবেন আপনার কাছে অনুরোধ রইলো (১) আমি একদিন আমার বিছানায় শুয়ে আছি তখন আমার স্ত্রী আমার কাছে ছিলনা, তখন হঠাৎ আমার মনে হলো যে আমার স্ত্রী যদি কোনোদিন ভিডিও করে তাহলে আমার স্ত্রীকে তালাক দেবো, বোললাম নাকী আমার স্ত্রী যদি ভিডিও বানাই তাহলে আমার স্ত্রী তালাক এমন বললাম তা আমার মনে নেই। কিন্তু কি ধরনের ভিডিও সেটা ও আমি তখন মনে মনে হোগ বা উচ্চারণ করে হগ সেটা আমি বলছি কি সেটাও তো মনে পড়ছে না যতো দুর আমার মনে হয় সে সময় হতো শুধু ভিডিও কোথা বলছি মনে মনে বা মুখে উচ্চারণ করে
(২) তারপর বেশ কিছু মাস কেটে যায় তখন হঠাৎ আমার মনে এল যে, আমি তো আমার স্ত্রীকে শর্তযুক্ত তালাক দিয়েছি। কিন্তু আমি কি মুখ উচ্চারন করে শর্তযুক্ত তালাক দিলাম নাকি মনে মনে শর্তযুক্ত তালাক দিলাম এবং কেমন শর্তযুক্ত তালাক দিলাম যে আমার স্ত্রী যদি ভিডিও করে তাহলে তালাক দেবো নাকি যদি ভিডিও করে তাহলে তালাক কোনটা বলেছি মনে নেই। তখন আমি আবার এমন যেনো বললাম যে শর্ত এমন যেনো আমার স্ত্রী যদি ভিডিও করে ওহাটসঅ্যাপস সে স্ট্যাটাস দেয় আর আমার স্ত্রীর বোনেরা আমাকে যদি বলে তোমার বউ ভিডিও করে তাহলে এক তালাক হবে এমন বললাম।
(৩) তার পর আপনার কাছে প্রশ্ন করার দু‘দিন আগে আমি ওই শর্তকে আবার পুনরায় এই কথাটা আস্তে আস্তে উচ্চারন করে বললাম যে আমার শর্ত এমন যে, যদি আমার স্ত্রী ভিডিও করে ওহাটসঅ্যাপস সে স্ট্যাটাস দেয় আর আমার স্ত্রীর বোনেরা আমাকে যদি বলে তোমার বউ ভিডিও করে তাহলে এক তালাক হবে এখন আমি জানতে চাই যে হুজুর ২ আর ৩ নম্বর কথাটা হলো ১ নম্বর শর্তের শিকারোক্তি আলাদা করে আমি অন্য কোন শর্তযুক্ত তালাক দেয়ার কোনো নিয়ত নেই। মানে এমন যে ২ আর ৩ নম্বর প্রশ্নটা ১ নম্বর শর্তের সাথে দিচ্ছি অর্থাৎ শর্ত কে নিজের মনে আর একবার মনে কইরে নেওয়া। এখন আমি জানতে চাই যে এসব কিছু আমার স্ত্রী জানেনা বা অন্য কেউ জানে না এতে কি আমার স্ত্রীর উপর কোনো শর্তযুক্ত তালাক পতিত হয়েছে আর হলে কোন শর্তযুক্ত তালাক পতিত হয়েছে নাকি আমার স্ত্রী যদি শুধু ভিডিও তৈরি করে তাহলে তালাক হয়ে যাবে কি? কিন্তু আমি কী করে বুজবো সে যদি চুপি চুপি ভিডিও করে কারণ আমি এমন শর্ত রেখেছি আমার স্ত্রী তো তা জানেনা। আর ১ নম্বর শর্তটা যদি পতিত হয় তাহলে ২ আর ৩ নম্বর শর্তটা কী তাহলে পতিত হবে নাকি হবেনা আর যদি শুধু প্রথম শর্তযুক্ত তালাক পতিত হয় তাহলে কোটা তালাক হবে যদি শুধু তালাক বলে থাকি কোনো ১ ২ ৩ তালাক হবে এমন যদি না বলে থাকি তাহলে কোটা তালাক পতিত হবে এবং কেমন ভিডিও করলে তালাক হবে যদি মোবাইলে তার কোনো ভিডিও রেকর্ড করে বা ভিডিও কল করে কারোর সাতে কোথা বলে বা ইউটিউব এ কোনো ভলগ করে তাহলে কি তালাক হয়ে যাবে কিন্ত আমি যেমন রাখতে চেছিলাম যে গানের সঙ্গে ঠোঁট নাইরে ভিডিও করে কাওকে দেখায় আর সেটা দেখে যদি আমার স্ত্রীর বোনেরা আমাকে বলে যে তোমার বউ ভিডিও করে তুমি কিছু বলবেনা তখন আমি তালাক দেবো বা তালাক হবে এমন কিছু মনে মনে ভেবেছি বা বলেছি আমার কিছু ভালো ভাবে মনে পড়ছে না এই মুহুর্তে এখন সমাধান কি কারন আমার তো মনে নেয় আমি কি বলেছি আমার উত্তর টা জানাবেন। আপনার কাছে এটা আমার অনুরোধ আসলে এমন চিন্তা আমার কেনো এলো সেটা জানতে হলে আমার ১ নম্বর প্রশ্নতে যেতে হবে যখন আমি আমার বিছানায় শুয়েছিলাম তখন আমি আমার প্রথম স্ত্রীর কথা মনে পড়ে আমার প্রথম স্ত্রী গানের সাথে ঠোঁট নাইরে ভিডিও করত আর ওহাটসঅ্যাপস সে স্ট্যাটাস দিত আর অন্যদের দেখাতো আর সেটা দেখে আমার প্রথম স্ত্রীর বোনেরা আমাকে ফোন করে বলতো যে তোমার বউ ভিডিও করে তুমি কিছু বলবেনা তো সেই কথাটা আমার মনে পড়ে তাই এমন শর্ত মনে মনে রাখি ভাবী বা উচ্চারণ করে বলছি সঠিক কিছু মনে পড়ছে না বর্তমানে আমার প্রথম স্ত্রীর সাথে কোনো সম্পর্ক নেই আমি এমনি শর্তযুক্ত তালাক রাখতে চেয়েছি। কিন্তু তখন পুরো শর্ত রেখেছি কি আমার মনে নেই কিন্তু অন্তরে এমনি শর্তযুক্ত তালাক ছিল যে, আমার স্ত্রী ভিডিও করে ওহাটসঅ্যাপস সে স্ট্যাটাস দেয় বা অন্যদেরকে দেখায় আর সেটা দেখে আমার স্ত্রীর বোনেরা আমাকে যদি বলে তোমার বউ ভিডিও করে তখন এক তালাক হবে বা এক তালাক দেবো এখন কোন তালাকটা হবে এবং কোটা তালাক হবে নাকী কোনো তালাক হবে না এবং ভবিষ্যতে কোন তালাক হতে পারে কি দোয়া করে জানালে খুব উপকার হতো।