আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ উস্তায,
আমার বান্ধবীর তরফ থেকে প্রশ্নটি, তার ভাষায়–
(আমার স্বামীর সাথে প্রায়ই মনোমালিন্য, ঝগড়া হয়। দোষে-গুণে মিলিয়ে মানুষ, তবু উনার কিছু বদঅভ্যেসের সাথে আমি এডজাস্ট করতে পারিনা। উনাকে শোধরিয়েও কাজ হয় না। এসব বদঅভ্যেস নিয়ে আমাদের ঝগড়া লেগেই থাকে ইদানীং। আর আমারো রাগ অতিরিক্ত এবং আমি আবেগপ্রবণ বেশি।
প্রায় দুই বছর আগে ঝগড়ার সময় আমি উনার কাছে তালাকের অনুমতি চাই এবং তিনি অনুমতি দেয়। তখন আমি দু'বার বলেছি "আমি তালাক গ্রহণ করলাম, আমি তালাক গ্রহণ করলাম"।
গত পরশু আবার ঝগড়ার সময় আমি আরও দু'বার বলেছি " আমি তালাক গ্রহণ করলাম, আমি তালাক গ্রহণ করলাম"।
আমাদের একটি কন্যাসন্তানও আছে৷ আমার এখন কষ্টও হচ্ছে আমার স্বামীর জন্য। তিনি আমাকে সরাসরি তালাক দেয়নি কখনো, শুধু আমি অনুমতি চাইলে অনুমতি দিয়েছে।
উস্তায আমাদের কি এখন তালাক হয়ে গেছে?)