ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
তালাক তিন প্রকার।(ক)আহসান(বেশ ভালো)(খ)হাসান(ভালো)(গ)বিদআত
অতপর হাসান তালাকের ব্যখ্যায় বলা হয়,
والحسن أن يطلقها واحدة في طهر لم يجامعها فيه ثم في طهر آخر أخرى ثم في طهر آخر أخرى كذا في محيط السرخسي
তালাকে হাসান হলো, সহবাস মুক্ত তুহুরে (তুহুর হল, স্ত্রী মাসিক অবস্থা মুক্ত পবিত্রতম সময়)তালাক প্রদান করা।অতঃপর দ্বিতীয় সহবাস মুক্ত তুহুরে দ্বিতীয় তালাক দেয়া। অতঃপর তৃতীয় সহবাস মমুক্ত তুহুরে তৃতীয় তালাক প্রদান করা। (ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৩৪৮)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) স্বামী তার স্ত্রীকে উদ্দেশ্য করে স্ত্রীর দিকে সম্বন্ধযুক্ত করে যদি তালাক বলে,চায় সরিহ(স্পষ্ট) হোক বা কেনায়া। অথবা অধিকারপ্রাপ্তা স্ত্রী যদি নিজের নফসের উপর তালাক পতিত করে, এই পদ্ধতিতেই মূলত তালাক হয়ে থাকে ।
(২) তালাক সংক্রান্ত বিস্তারিত বিবরণ জানতে আপনার মসজিদের ইমাম সাহেবের সাথে় যোগাযোগ করবেন। তাছাড়া আপনি হেদায়া বাংলা সংগ্রহে রাখতে পারেন।
(৩)
একমাত্র তালাক দেয়ার দ্বারাই তালাক হয়ে থাকে। তাড়াছা ইলা,জিহার, হুরমতে মুসাহারা দ্বারাও পারিবারিক সমস্যা তৈরী হয়ে থাকে।