বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সোনা, রূপা,টাকা,এবং ব্যবসায়িক মালে যাকাত আসে, যদি তা নেসাব পরিমাণ হয়।
স্বর্ণের নেসাবঃ৭.৫ ভড়ি।
রূপার নেসাবঃ৫২.৫ ভড়ি।
এখানে একটি বিষয় লক্ষণীয় যে, কারো কাছে শুধুমাত্র স্বর্ণ বা শুধুমাত্র রূপা থাকলে সেটার নেসাব পূর্ণ হলেই যাকাত আসবে, অন্যথায় যাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি কারো নিকট স্বর্ণ এবং রূপা অথবা টাকা এভাবে থাকে যে, কোনোটিরই নেসাব পূর্ণ হয়নি, তাহলে এক্ষেত্রে রূপার নেসাবকেই মানদন্ড ধরে নেয়া হবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
৩ভরি ৩ আনা স্বর্ণ, একটা রূপর নুপুর নগদ ৭২০০টাকা,ঋণ ২০হাজার। যেহেতু ঋণ পরিশোধের পরও আপনার নিকট ৫২ ভড়ি রপার সম্পদ এক বৎসর যাবৎ আছে। তাই আপনার উপর যাকাত আসবে। নগদ টাকা ও স্বর্ণ এবং রূপার বিক্রয়মূল্যর ২.৫ পার্সেন্ট যাকাত আপনাকে দিতে হবে। অল্প অল্প করে দেওয়া যথেষ্ট হবে না। বরং প্রথমে যাকাতের নিয়তে যাকাতকে পৃথক করতে হবে। তারপর যাকাতের টাকাকে নির্দিষ্ট খাতে বন্টন করে দিতে হবে।