সাধারণ ফতোয়া এসেছে, কেউ বিস্তারিত ভাবে করোনা বিষয়ক কথা বলছেন না তেমন খোলাখুলি ভাবে, শুধুমাত্র তাত্বিক আলোচনা থেকে সিদ্ধান্ত নেয়া কঠিন।
সকল বিষয়ে বলা হচ্ছে স্থানীয় উলামায়ে কেরাম ফতোয়া দিবেন, আফসোসের বিষয় ফতোয়া দেবার মতো যোগ্য কেউ আমাদের এলাকায় থাকেন না।
মাদ্রাসাগুলোতে যারা ছিলেন, ছুটি হওয়াতে, তাদের সকলে নেই।
সচেতনতার দিক দিয়েও এলাকাবাসী বিষয়টাকে কোন গুরুত্ব দিচ্ছেন না, অথচ কোয়ারেন্টাইনে আমাদের যশোর জেলার মানুষের সংখ্যা হাজারের উপরে।
ভাইরাস থেকে মুক্তি পাবার মতো মাস্ক( N95) এখন আর পাওয়া যাচ্ছেনা।
এমন অবস্থায় আমাদের কি জুমুয়া'র সালাতে উপস্তিত হওয়া উচিত? জরুরী? ফরজে আইন? কিংবা কিভাবে দেখতে হবে?
সুনির্দিষ্ট করে বলবেন দয়া করে, সিদ্ধান্ত চাচ্ছি, আমাকে সিদ্ধান্তের যায়গায় না বসানোর অনুরোধ।
বিঃদ্রঃ মসজিদ পরিচ্ছন্ন রাখা কিংবা দূরত্ব বজায় রেখে নামাজ পড়ার পর্যাপ্ত যায়গা মসজিদগুলোতে জুমুয়া'র দিন থাকেনা।