আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।
আজকে সকালে আমি স্বপ্নে দেখি আমাকে বৌ সাজানো হয়েছে, লাল শাড়ি,ওড়না এবং গয়না দিয়ে। শুধু এতটুকু মনে আছে আমাকে সাজানোর পর নিয়ে যাওয়া হচ্ছিল, দুইপাশে দুইজন মেয়ে ছিল। কিন্তু কোথায় নিচ্ছে, কে নিচ্ছে, কার সাথে বিয়ে এগুলো কিছুই মনে নেই। এর কিছুক্ষণ পর ঘুম ভেঙে যায় এবং আমি আবার ঘুমিয়ে পড়ি।
তারপর আবার দেখি, আমি আমার নানুর বাড়িতে আছি। আমাদের সফর শেষে চট্টগ্রাম ফিরে আসার কথা। জিনিসপত্র গোছানো প্রায় শেষ, এমন সময় দেখি একজন স্যার আমাদের ক্লাস নিবেন। স্টুডেন্ট হচ্ছি আমি এবং আমার দুইজন ক্লাসমেট। উনি কে, কিসের ক্লাস নিচ্ছিলেন মনে নেই। উনার অবয়ব দেখে বুঝা যাচ্ছিল উনি রসুল ﷺ এর সুন্নতি তরীকায় চলতেন না। দাঁড়ি ছিল না, চুল জেল দিয়ে স্পাইক করা ছিল। আমরা তিনজন ও পর্দার মধ্যে ছিলাম না। অর্থাৎ বোরকা নিক্বাব ছিল না, শুধু থ্রি পিস। যাইহোক, উনি আমাদের তিনজনের মধ্যে আমাকে অনেক প্রায়োরিটি দিচ্ছিলেন এবং এক পর্যায়ে আমাকে বিবাহের দিকে ইশারা দিচ্ছিলেন। আমি মনে মনে ভাবছিলাম, উনি তো দ্বীনদার না, অথচ আমি দ্বীনদার একজনকেই জীবনসঙ্গী হিসেবে খুঁজছি। শেষ মূহুর্তে আমাদের তিনজনকে চকলেট খাওয়ালেন। এই পর আবার ঘুম ভেঙে যায়।
এরপর আবার ঘুমিয়ে পড়ি। স্বপ্নে দেখি ওই স্যারের সাথে আমার বিয়ে হয়েছে। আমরা কোনো এক শপিং মলে গিয়েছিলাম, হটাৎ আমার বমি বমি ভাব পাচ্ছিল এবং আমাদের সাথে থাকা আরেকজন মহিলা (উনার চেহারা দেখিনি, তবে পরিচিত কেউ ছিলেন) আমার দিকে একটি পাত্র এগিয়ে দিলেন। পাত্রটি দুধ দ্বারা পূর্ণ ছিল। উনার সাথে থাকাবস্থায় আমি বোরকা হিজাব পরিহিত ছিলাম।
শাইখ, আমি অনেকদিন যাবত বিবাহের আমল করছি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ আমাকে একজন দ্বীনদার জীবনসঙ্গী দিবেন ইনশাআল্লহ এটাতে আমার পূর্ণ ইয়াক্বীন আছে। তারপর ও বিবাহে বৌ সাজতে দেখা এবং পরবর্তী স্বপ্নে একজন বেদ্বীন ব্যক্তির সাথে বিবাহের অর্থ কি দাঁড়াতে পারে?